১০৪ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিবে ইসরায়েল
থেমে থাকা ইসরায়েল-ফিলিস্তিন শান্তি আলোচনা পুনরায় শুরু হওয়া উপলক্ষ্যে ১০৪ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিতে যাচ্ছে ইসরায়েল।ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার অফিসিয়াল ফেসবুক পেজে এ কথা জানিয়েছেন।
তবে কারা মুক্তি পাচ্ছে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি তিনি। মঙ্গলবার ওয়াশিংটনে শান্তি আলোচনা শুরু হওয়ার বিষয়টিও নিশ্চিত করেননি তিনি।
ইসরায়েলের সংবাদ সংস্থা ইনেট জানিয়েছে, কারা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে কোন কোন বন্দি মুক্তি পাবে এবং তাদের কখন মুক্তি দেয়া হবে।
এর আগে ফিলিস্তিনের এক কর্মকর্তা একটি সংবাদ সংস্থাকে জানিয়েছিলেন, ওয়াশিংটনে অনুষ্ঠিত শান্তি আলোচনায় ফিলিস্তিনের পক্ষ থেকে সায়েব এরাকাত, ইসয়ায়েলের পক্ষ থেকে দেশটির আইনমন্ত্রী ও মার্কিন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।