খালেদা জিয়ার সাথে প্রকৌশলীদের মতবিনিময়
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে মতবিনিময় করেছেন প্রকৌশলী নেতৃবৃন্দ। শনিবার রাত সাড়ে ৮টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় খালেদা জিয়া আগামী দিনের আন্দোলন সংগ্রামে প্রকৌশলীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান।
ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইবি) ঢাকা সেন্টারের চেয়ারম্যান মহসিন আলীর নেতৃত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, প্রকৌশলী আ ন হ আখতার হোসেন, ড. আনোয়ারুল আজিম, ফজলে এলাহী, ড. মাজেদ, আতাউল মাসুদ, আব্দুল হালিম, আবু তাহের, আব্দুস সোবহান, রিয়াজুল ইসলাম রিজু, শফিক আহম্মেদ, রেজাউল হোসেন, গোলাম মাওলা, শাহজাহান আলী, খালেদ এইচ চৌধুরী, ড. মাসুদ আহমেদ, আবু সুফিয়ান, ড. জসিম উদ্দীনসহ বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েট, ডুয়েট, টেক্সটাইল ও এএমআই, রাজশাহী, খুলনা ও চট্টগ্রাম অ্যাবের প্রতিনিধিরা। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গণি, ড. খন্দকার মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন।
এর আগে নবনির্বাচিত নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান খন্দকার আবু আশফাক বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় ঢাকা জেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান উপস্থিত ছিলেন।