টি-২০ বিশ্বকাপের ট্রফি ঢাকায়
ঢাকায় এসে পৌঁছেছে টি-২০ বিশ্বকাপ ট্রফি। রবিবার বেলা ১১টা নাগাদ দুবাই এয়ারলাইন্সে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে আসে ট্রফি দুটি। সেখানে ছেলেদের ট্রফি গ্রহণ করেন বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম এবং মেয়েদের ট্রফি গ্রহণ করেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক সালমা খাতুন।
মার্চের ১৬ তারিখ থেকে মাঠে গড়াতে যাচ্ছে টি-২০ বিশ্বকাপ। এবারকার আসরের আয়োজক বাংলাদেশ। বাংলাদেশের বিভিন্ন ভেন্যু ঘুরাতে আজই দুবাইয়ে আইসিসির প্রধান কার্যালয় থেকে বিশ্বকাপের ট্রফি ঢাকায় এসে পৌঁছেছে।
ঢাকায় দুইদিন অবস্থানের পর ২৫ তারিখ ট্রফিটি চলে যাবে চট্টগ্রাম। সেখান থেকে ২৭ ফেব্রুয়ারি ট্রফি যাবে সিলেটে। সেখানে থেকে পুনরায় ঢাকায় আসবে ট্রফি।