মিশরে সামরিক শাসনের অবসান
মিশরের সামরিক বাহিনী সমর্থিত সরকার পদত্যাগ করবে বলে জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী হাজেম আল বেবলেউই। একইসঙ্গে দেশটির রাষ্ট্রায়ত্ত মুখপত্র আল আহরামও এ তথ্য জানিয়েছে।
পত্রিকাটি আরও জানায় সোমবার এক ১৫ মিনিট স্থায়ী বৈঠকের পর এ সিদ্ধান্ত গ্রহণ করে। হাজেম আল বেবলেউই তার ভাষ্যে এ পদত্যাগের পেছনে কোন কারণ উল্লেখ করেননি।
ধারণা করা হয়েছিল মিশরীয় সেনাপ্রধান আব্দেল ফাত্তাহ আল সিসি সামরিক বাহিনী সমর্থিত সরকারের প্রেসিডেন্ট হবেন। ইতিপূর্বে তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন।কিন্তু পরিষদ বাতিল হয়ে পড়লে নতুন দিকে বাঁক নিতে যাচ্ছে মিশরের রাজনৈতিক পরিস্থিতি। মিশরের নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে উৎখাতের পর মিশরের সামরিক বাহিনী হাজেম আল বেবলেউইকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ দেয়।