কনু মিয়া ফাউন্ডেশনের পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে বক্তারা

আধুনিক শিক্ষার পাশাপাশি সন্তানদের কুরআনের শিক্ষা দিতে হবে

Sylhetআধুনিক শিক্ষার পাশাপাশি অবশ্যই সন্তানদের কুরআনের শিক্ষা দিতে হবে। কুরআনের বদৌলতেই ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রে শান্তি ফিরে আসতে পারে। সুতরাং পারিবারিবকভাবে নিয়মিত কুরআনের চর্চা করার এবং শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ সকলকে পবিত্র কুরআনের আমল করার প্রতি বক্তারা বিশেষ গুরুত্বারোপ করেন। আলহাজ্ব আব্দুল মুকিত কনু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে হিফজুল কুরআন ও রচনা প্রতিযোগীতার পুরষ্কার প্রদান অনুষ্ঠানে বক্তারা একথা বলেন।
সোমবার জামেয়া কাসিমুল উলমু দরগাহে হযরত শাহজালাল (রহ:) মাদ্রাসার হলরুমে এ  হিফজুল কুরআন ও রচনা প্রতিযোগীতার পুরষ্কার প্রদান অনুষ্ঠিত হয়।
Sylhet 2যুক্তরাষ্ট্রের মাদানী একাডেমীর সভাপতি অধ্যাপক মাওলানা মুহিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামেয়া কাসিমুল উলমু দরগাহে হযরত শাহজালাল (রহ:) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল কালাম জাকারিয়া। আলহাজ্ব আব্দুল মুকিত কনু মিয়া ফাউন্ডেশনের সাধারন সম্পাদক মুহাম্মদ আছাদ উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক জালালাবাদ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও সাবেক ১নং ওয়ার্ড কাউন্সিলর আজিজুল হক মানিক, ফাউন্ডেশনের সভাপতি সুহেল আখলাকুজ্জামান, কোয়ান্টাম মেথড সিলেট এর পরিচালক সীতাব আলী, ফারুক আহমদ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাদ্রাসার শিক্ষার্থী তামিম আহমদ।
বক্তারা আরো বলেন, আমাদের দেশের অধিকাংশ মানুষ মুসলিম হবার পরও তারা তাদের মূল লক্ষ্য আখিরাতকে গ্রহণ না করে দুনিযাকে গ্রহণ করেছে। কারণ আমাদের দেশের শিক্ষা কারিকুলামে আখিরাতকে গুরুত্ব দেয়া হয়নি। আজ দেশ দুর্নীতিতে সয়লাব তাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে কুরআনের শিক্ষার কোনো বিকল্প নেই। সে গুরুত্ব উপলব্ধি করেই অত্র প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের কুরআন শিক্ষার সাথে সাধারণ শিক্ষার প্রতিও বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button