থার্ড সেক্টর এক্সেলেন্স এওয়ার্ড বিতরণী অনুষ্ঠানে মেয়র লুৎফুর রহমান
স্বেচ্চছাসেবী সংগঠনগুলো অসামান্য অবদান রেখে চলেছে
থার্ড সেক্টর অর্গেনাইজেশন হিসেবে পরিচিত বেসরকারী স্বেচ্চছাসেবী সংগঠনগুলো টাওয়ার হ্যামলেটস বারায় যে অবদান রেখে চলেছে, তার স্বীকৃতি দিতে মঙ্গলবার ১৮ ফেব্রুয়ারী প্রতি বছরের মতো আয়োজন করা হয় বিশেষ এক এওয়ার্ড বিতরণী অনুষ্ঠানের। পূর্ব লন্ডনের কমার্শিয়াল রোডের ট্রক্সি হলে অত্যন্ত ঝাঁক জমকপূর্ণ এই অনুষ্ঠানে টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান, এওয়ার্ড বিজয়ী সহ সকল সংগঠনকে অভিনন্দন ও তাদের মূল্যবান অবদানের জন্য কৃতজ্ঞতা জানিয়ে বলেন, থার্ড সেক্টর অর্গেনাইজেশনগুলো স্থানীয় জনসাধারণের জীবনমান উন্নয়নে নিরন্তর প্রচেষ্ঠা চালিয়ে যাচ্চেছ। তাদের এই প্রচেষ্ঠায় সহযোগিতা করতে আমরা ৪০০টি সংগঠনকে প্রায় ৮ মিলিয়ন পাউন্ড অনুদান দিয়েছি।
তিনি বলেন, চলমান অর্থনৈতিক সংকটের প্রেক্ষিতে যেখানে দেশের অন্যান্য বারা এ ধরনের খাতে অর্থ বরাদ্দ প্রায় বন্ধ করে দিয়েছে, সেখানে আমরা আমাদের থার্ড সেক্টর সংগঠনগুলোকে সহযোগিতা দিয়ে যাচ্ছি এই কারণে যে, তারা বারার উন্নয়নে অসামান্য অবদান রেখে চলেছেন।
তিনি বলেন, আমরা সুবিধাবঞ্চিত কমিউনিটি সহ সব কমিউনিটিকে সমানভাবে সহযোগিতা করে যাচ্ছি। যে সকল অমুনাফাভোগি সংগঠন বারা এবং বারাবাসির কল্যানে বিশেষ অবদান রেখে চলেছেন, তাদের কাজের স্বীকৃতি দিতে টাওয়ার হ্যামলেটস’ কাউন্সিল এই থার্ড সেক্টর এক্সেলেন্স এওয়ার্ড প্রদান করে থাকে। থার্ড সেক্টর অর্গেনাইজেশনগুলেঅ আবাসন, শিল্প-সংস্কৃতি, স্বাস্থ্য, সোশ্যাল কেয়ার, কমিউনিটির শান্তিপূর্ণ সহাবস্থান ইত্যাদি নানা ক্ষেত্রে কাজ করে যাচ্চেছ।
থার্ড সেক্টর অর্গেনাইজেশনগুলোকে ১২টি ক্যাটাগরিতে তাদের নমিনেশন সাবমিট করতে আহধ্বান জানানো হয়েছিলো। টাওয়ার হ্যামলেটস’ কাউন্সিল এবং লন্ডন কাউন্সিলগুলোর অফিসারদের সমন্বয়ে গঠিত একটি স্বাধীন প্যানেল বিজয়ী সংগঠনগুলোকে বাছাই করে।
মেয়র লুৎফুর রহমান এওয়ার্ড বিজয়ী সংগঠনগুলোকে অভিনন্দন জানিয়ে বলেন, আজকের এই অনুষ্ঠানে হয়তো কয়েকটি সংগঠন এওয়ার্ড লাভ করেছে। কিন্তু আমি থার্ড সেক্টরের সকল সংগঠনকে ধন্যবাদ জানাতে চাই, যারা টাওয়ার হ্যামলেটসে বসবাসকারী সকলের জীবন মান উন্নয়নে আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে কঠোর পরিশ্রম করে যাচ্চেছ।
কেবিনেট মেম্বার ফর রিসোর্সেস, কাউন্সিলর আলিবর চৌধুরী বলেন, স্বেচ্চছাসেবী সংগঠনগুলো আমাদের কমিউনিটির জন্য যেভাবে গুরুত্বপূর্ণ কাজ করে যাচ্চেছ, তারই স্বীকৃতি হচ্ছে আজকের এই এওয়ার্ড বিতরণী অনুষ্ঠান।
অনুষ্ঠানে এওয়ার্ড বিতরণের পাশাপাশি ইউরোপীয়ান সোশ্যাল ফান্ড (ইএসএফ) কমিউনিটি গ্র্যান্ট প্রোগ্রামের দ্বিতীয় রাউন্ড ২বি এবং রাউন্ড ৩ অফিসিয়ালী লঞ্চ করা হয়। ইএসএফ গ্র্যান্টে টাওয়ার হ্যামলেটস’ কাউন্সিল এবং লন্ডন কাউন্সিলস সমানভাবে তহবিল জোগাচ্ছে এবং যারা কর্মসংস্থানের ক্ষেত্রে সুবিধাবঞ্চিত হচ্চেছ, তাদের জন্য এই অনুদান ব্যয় করা হবে। বিশেষ করে যারা দীর্ঘ দিন ধরে বেকার রয়েছে, কিংবা যাদের ডিজেবিলিটি রয়েছে, সংখ্যালঘু সম্প্রদায়, অভিভাবাসি এমন সব লোকদের কর্মসংস্থানে যে সকল সংগঠন কাজ করছে, তারা সর্বোচ্চচ ১২,৫০০ পাউন্ড পর্যন্ত অনুদান চেয়ে আবেদন করতে পারবে।
এবারের থার্ড সেক্টর এক্সেলেন্স এওয়ার্ড বিজয়ীরা হচ্ছে- ডেলিভারিং হাউজিং এন্ড হোমলেসনেস সার্ভিসেস ক্যাটগরীতে বিজয়ী হয়েছে টাওয়ার হ্যামলেটস সোমালি ওর্গেনাইজেশনস নেটওয়ার্ক, রানার আপ হয়েছে ওসেন সোমালি কমিউনিটি এসোসিয়েশন; ডেলিভারি আর্টস’ এ্যাক্টিভিটিজরূ বিজয়ী – উদিচি শিল্পী গোষ্টি, রানার আপ – ম্যাজিক মি; স্পোর্টস’ এন্ড রিক্রিয়েশন এক্টিভিটিজরূ বিজয়ী – বাংলাদেশ ফুটবল এসোসিয়েশন (ইউকে), রানার আপ – ডকল্যান্ডস সেলিং এন্ড ওয়াটার স্পোটসর্’ সেন্টার; ইম্প্রুভিং এনভায়রনমেন্টরূ বিজয়ী দ্যা মুসলিম উইম্যান কালেক্টিভ, রানার আপ – আল ইশরাহ; এমপ্লয়মেন্ট এন্ড স্কিলস’রূ বিজয়ী – দ্যা রুটেড ফোরাম, রানার আপ – সোসাইটি লিঙ্কস’; সার্ভিসেস’ ফর ইয়াং পিপলরূ বিজয়ী – আল ইশারাহ’, রানার আপ – ওলগা এডুকেশন এন্ড ট্রেনিং প্রজেক্ট; সোশ্যাল ওয়েলফেয়ার এডভাইস সাভিসেস’রূ বিজয়ী – টাওয়ার হ্যামলেটস’ সিটিজেন এডভাইস ব্যুরো, রানার আপ – লাইমহাউজ প্রজেক্ট; আলিং ইয়ার্স সার্ভিসেসরূ বিজয়ী – আর্লি ইয়ারস’ নেটওয়ার্ক টাওয়ার হ্যামলেটস’, রানার আপ – জাগোনারি সেন্টার; সাপোর্টিং ভালনেরাবল পিপলরূ বিজয়ী – দ্যা আরবার, রানার আপ – আলজেইমারস’ সোসাইটি টাওয়ার হ্যামলেটস’; ইম্প্রুভিং হেলথ এন্ড ওয়েলবিয়িংরূ বিজয়ী – সেন্ট হিলদাস’ ইস্ট কমিউনিটি সেন্টার, রানার আপ – এইজ ইউকে ইস্ট লন্ডন; ইম্প্রুভিং কমিউনিটি কোজেসন এন্ড লিডারশীপরূ বিজয়ী – আল ইশারাহ’, রানার আপ – মোনাকা মনোওয়ার ওয়েলফেয়ার ফাউন্ডেশন এবং ইম্প্রুভিং সোশ্যাল ইন’ক্লুজন এন্ড ডাইভারসিটিরূ বিজয়ী – পজেটিভ ইস্ট ও রানার আপ – মোনাক্কা মনোওয়ার ওয়েলফেয়ার ফাউন্ডেশন।