মিনায় নির্মিত হচ্ছে বহুতল তাঁবু
তাঁবুর নগরী হিসেবে খ্যাত মিনায় হাজীদের আবাসন সুবিধা বৃদ্ধির অংশ হিসেবে সেখানে বহুতল তাঁবু নির্মাণের পরিকল্পনা করেছে কর্তৃপক্ষ। পবিত্র হজ্জের সবচেয়ে ব্যস্ত সময় চলাকালে হাজীরা যেখানে বেশিরভাগ সময় অতিবাহিত করেন। উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের হজ্জ এবং ওমরাহ রিসার্চ ইনস্টিউটের ডীন আব্দুল আজিজ বিন রশীদ সারোজি বলেন, মিনার আবাসন ব্যবস্থা উন্নয়নে হজ্জের সময় সেখানে সমীক্ষা চালানো হয় এবং সেখানে বহুতল তাঁবু নির্মাণের বিষয়টি সংযুক্ত করা হয়। তিনি বলেন, হজ্জের বেশিরভাগ আচার-অনুষ্ঠান মিনায় আদায় করা হয়। এটি হচ্ছে ৭ কিলোমিটার পার্বত্য এলাকার একটি উল্লেখযোগ্য অংশ। সারোজি বলেন, পরীক্ষামূলকভাবে মিনার পার্বত্য এলাকায় আমরা ৬টি ভবন নির্মাণ করেছি।
তিনি আরো বলেন, প্রকল্পটি উচ্চপদস্থ ইসলামী বিশেষজ্ঞদের কাছে উপস্থাপন করা হয়েছে। পদস্থ কর্মকর্তারা মিনায় পর্যায়ক্রমে আরো বেশিসংখ্যক হাজীর আবাসন সুবিধা সৃষ্টির লক্ষ্যে ঐ প্রকল্প অনুমোদন করেছেন।