দুই নেত্রীর মধ্যে সংলাপ চেয়ে রিট খারিজ
দেশের রাজনৈতিক সঙ্কট নিরসনে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তাদের জোটের মধ্যে সংসদে এবং সংসদের বাইরে রাজনৈতিক সংলাপ চেয়ে দায়ের করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।
আদালত তার রায়ে বলেন, বর্তমানে দেশে কোনো সঙ্ঘাতময় পরিস্থিতি নেই এবং খালেদা জিয়া এখন আর বিরোধী দলের নেতা নেই। গত বছর ১৪ মার্চ হাইকোর্টে রিট আবেদনটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মুহাম্মদ ইউনূস আলী আকন্দ।
এতে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল, বিএনপির নেতৃত্বাধীন ১৮ দল, নির্বাচন কমিশন, মন্ত্রিপরিষদ সচিব ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বিবাদী করা হয়। তবে সম্পূরক আবেদনে তৎকালীন প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতাকে বিবাদী করা হয়।
পরে ২৭ মার্চ হাইকোর্টের একটি বেঞ্চ এ আবেদনের ওপর শুনানি নিয়ে রুল জারি করেন। রুলে বর্তমান (দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে) রাজনৈতিক সংকট নিরসনে আওয়ামী লীগের সভানেত্রী ও বিএনপির চেয়ারপারসন এবং তাদের জোটের মধ্যে সংসদে এবং সংসদের বাইরে রাজনৈতিক সংলাপ অনুষ্ঠানের নির্দেশ কেন দেয়া হবে না তা জানতে চাওয়া হয়।