নিউইয়র্কে ইফতার মাহফিলে বক্তারা : মানবতা বিরোধী অপরাধের বিচারের নামে সরকার দেশকে বিভক্ত করেছে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) এ্যালামনাই এসোসিয়েশন ইউএস-এর উদ্যোগে গত ২৬ জুলাই নিউইয়র্কের জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। চবি এ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি প্রফেসর কাজী ইসমাইলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন লংআইল্যান্ড ইউনিভার্সিটির অধ্যাপক ড. শওকত আলী। পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এমলাক হোসেন ফয়সল।
ইফতারের আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, পবিত্র রমযান মাসেও বাংলাদেশের মানুষ নির্বিঘেœ নামায রোজা পালন করতে পারছে না। দেশের বিভিন্ন স্থানে আলেম-উলামাদের গ্রেফতারের খবর আসছে। বাংলাদেশ থেকে ইসলামকে উৎখাত করার জন্য সরকার ষড়যন্ত্র করছে।
তারা বলেন, মানবতাবিরোধী অপরাধের বিচারের নামে সাজানো মামলায় দেশকে বিভক্ত করে দিয়েছে সরকার। সরকারের সাজানো মামলার রায়ের বিরুদ্ধে বিশাল জনগোষ্ঠীর প্রতিবাদ প্রমাণ করে সরকারের এ বিচারের প্রতি জনগণের আস্থা নেই।
বক্তারা আরো বলেন, আওয়ামী নেতৃত্বাধীন মহাজোট সরকারের কাছে ইসলাম ও বাংলাদেশের স্বাধীনতা নিরাপদ নয়। তাই দেশপ্রেমিক ইসলামী মূল্যবোধে বিশ্বাসী জনতাকে ঐক্যবদ্ধ হয়ে মহাজোট সরকারকে বিদায় করতে হবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ড. আবুল কাসেম, মুক্তিযোদ্ধা প্রফেসর নুরুল ইসলাম, ডা. ফজলুল হক, এটর্নি আব্দুল আজিজ, সাংবাদিক তাসের খান মাহমুদ, কবি তমিজউদ্দিন লোদি, শাহনেওয়াজ, ইঞ্জিনিয়ার আব্দুল আওয়াল, জাহাঙ্গীর আলম, হাবিবুর রহমান, বদরুল হক আজাদ ও আবুল কালাম প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত করেন মাওলানা রাশেদুজ্জামান। ইফতারের আগে দোয়া মুনাজাত পরিচালনা করেন অধ্যাপক নুরুল ইসলাম।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button