১১৬ উপজেলায় সেনাবাহিনী

Senaউপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের নির্বাচন উপলক্ষে মঙ্গলবার থেকে ১১৬ উপজেলায় মাঠে নেমেছে সেনাবাহিনী। নির্বাচনের আগের দুই দিন, নির্বাচনের দিন ও পরের দুই দিনসহ মোট পাঁচ দিন তারা মাঠে থাকবে। প্রতি উপজেলায় দায়িত্ব পালন করবে ৩৪ সদস্যের এক প্লাটুন সেনা।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও যেকোনো নাশকতা মোকাবিলায় নিয়মিত বাহিনীর পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনা সদস্যরা কাজ করবেন। নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী সচিব আশফাকুর রহমান এ তথ্য জানান।
এদিকে, আজ মধ্যরাতেই শেষ হয়ে যাচ্ছে মিছিল-মিটিংসহ সব ধরনের নির্বাচনী প্রচারণা। একইসঙ্গে বন্ধ হচ্ছে সব ধরনের যান্ত্রিক যান চলাচল। ভোটগ্রহণ উপলক্ষে এসব উপজেলায় সাধারণ ছুটি ঘোষণা করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার নির্বাচন কমিশন সচিবালয় হতে জানা গেছে এসব তথ্য।
নির্বাচন কমিশন দ্বিতীয় ধাপে ১১৭টি উপজেলার তফসিল ঘোষণা করলেও ২৭ ফেব্রুয়ারি ১১৬টিতে ভোটগ্রহণ হবে। বাকি একটি উপজেলা মহেশপুরে ভোটগ্রহণ হবে ১ মার্চ।
এ ছাড়া মোবাইল ফোর্স হিসেবে পর্যাপ্ত সংখ্যক র‌্যাব, বিজিবি, পুলিশ ও আনসার বাহিনীর সদস্য মোতায়েন বলে জানান হয়েছে ইসি সচিবালয় থেকে। আইনশৃঙ্খলা রক্ষার্থে প্রয়োজনীয় সংখ্যক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিচারিক ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button