সিলেট সফরে যুক্তরাজ্যের লেবার পার্টির প্রতিনিধি দল

Sylhetযুক্তরাজ্যের লেবার পার্টির একটি প্রতিনিধি দল বর্তমানে সিলেট সফর করছে। পার্টির নর্থএ্যাম্পটন শাখার ভাইস চেয়ারপার্সন ও নর্থএ্যাম্পটন সিটি কাউন্সিলর ড্যানিয়েল স্টোন এর নেতৃত্বে ৮ সদস্যের প্রতিনিধি দল গত ২৪ ফেব্রুয়ারি সোমবার দুপুরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে। সিলেটবাসির পক্ষে বিমানবন্দরে তাদেরকে স্বাগত জানান সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব বদর উদ্দিন আহমদ কামরান ও সিলেট-২ আসনের বর্তমান এমপি ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া। এ সময় অন্যদের মধ্যে ছিলেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সৈয়দ আবুল কাশেম মন্টু, জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা শাখার অন্যতম নেতা মিনহাজুল ইসলাম ও গোলাম হোসেন সোহেল, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর, বিশিষ্ট সমাজসেবি সোহেল আহমদ, খলিলুর রহমান, এখলাছ উদ্দিন, আব্দুল মালিক, মধু মিয়া, আজাদুর রহমান, সোনিয়া আক্তার প্রমুখ। প্রতিনিধি দলের প্রত্যেক সদস্যকে ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়।
আগত প্রতিনিধি দলে অন্যদের মধ্যে রয়েছেন জাস্টিস অফ পিস জুবের মিয়া, লেবার পার্টির নর্থএ্যাম্পটন শাখার সেক্রেটারি জ্যুয়ে স্মিথ, মহিলা কর্মকর্তা রূপিয়া আশরাফ, পলিটিক্যাল এসিস্টেন্ট গ্রুপ লিডার বেন ওয়েশন, কমিউনিটি এ্যাক্টিভিজিট এন্ড স্টুডেন্ট সারাহ ফেরদৌস, নর্থএ্যাম্পটন সিটি কাউন্সিলর প্রার্থী লেবার পার্টির সদস্য এনামুল হক ও লেবার পার্টির সদস্য গিয়াস উদ্দিন চৌধুরী। উল্লেখ্য, প্রতিনিধি দলের নেতা ড্যানিয়েল স্টোন আগামী পার্লামেন্ট নির্বাচনে লেবার পার্টির প্রার্থী হিসেবে নর্থএ্যাম্পটন আসন থেকে প্রতিদ্বন্ধিতা করবেন।
সিলেট পৌঁছে লেবার পার্টির প্রতিনিধি দল গত সোমবার সন্ধ্যায়ই সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আরিফুল হক চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করে। পরে তারা সুরমা নদীর তীর, ঐতিহাসিক শারদা স্মৃতি ভবন, চাঁদনি ঘাটের সিঁড়ি, আলী আমজদের ঘড়ি এবং সিলেট সার্কিট হাউজ পরিদর্শন করে। সফরকালে তারা সিলেটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা পরিদর্শনসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন। যুক্তরাজ্যের সাথে অব্যাহত ব্যবসা-বাণিজ্যের পরিধি আরো বৃদ্ধির লক্ষ্যে প্রতিনিধি দল সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন। প্রতিনিধি দলটি আগামী ৩ মার্চ যুক্তরাজ্যের উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবে।-বিজ্ঞপ্তি

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button