সিলেটে পুলিশকে চড় মারলেন যুব মহিলা লীগ নেত্রী
সিলেট নগরীর জিন্দাবাজারে ট্রাফিক পুলিশকে চড় মেরে থানা হাজতে ঠাঁই হয়েছে যুব মহিলা লীগ নেত্রী মিনারা বেগমের। তিনি সিলেট জেলা যুব মহিলা লীগের অর্থ সম্পাদিকা। মঙ্গলবার বেলা ২টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, সিটি সেন্টারের সামনে দিয়ে রিকশা নিয়ে জিন্দাবাজারের দিকে আসতে চান যুব মহিলালীগ নেত্রী মিনারা বেগম। এসময় ওয়ানওয়ে রাস্তা দিয়ে জিন্দাবাজারের দিকে যাওয়া সম্ভব নয় বলে জানিয়েছিলেন ট্রাফিক কনস্টেবল দেলোয়ার। এনিয়ে ট্রাফিক কনস্টেবলের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন যুব মহিলা লীগ নেত্রী। একপর্যায়ে যুব মহিলা লীগ নেত্রী মিনারা বেগম কনস্টেবল দেলোয়ারকে চড় মেরে বসেন। খবর পেয়ে জিন্দাবাজার পয়েন্টে দায়িত্বরত ট্রাফিক সদস্যরা গিয়ে তাকে আটক করেন। পরে সিলেট কোতোয়ালী থানা থেকে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে আসেন। নারী পুলিশ সদস্যরা মিনারাকে আটক করে গাড়িতে তুলে থানায় নিয়ে যান।
সিলেট কোতোয়ালী থানার ডিউটি অফিসার এএসআই ইরাজ সংবাদমাধ্যমকে জানান, মিনারা বেগম নামে এক নারীকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে তাকে কেন আটক করা হয়েছে তা তার জানা নেই।