সরকারি ব্যয় কাটছাঁটের বিরুদ্ধে গ্রিসে আবার বিক্ষোভ

Greceগ্রিসে আবার শুরু হয়েছে সরকারি ব্যয় কাটছাঁটের বিরুদ্ধে বিক্ষোভ। রাজধানী এথেন্সে সরকারি কর্মকর্তা-কর্মচারিরা গতকাল সোমবার এ বিক্ষোভ করে। আন্তর্জাতিক ঋণদাতাদের সঙ্গে গ্রিস সরকারের বৈঠক শুরুর পর এ বিক্ষোভ করেছে দেশটির সরকারি কর্মকর্তা-কর্মচারিরা। এতে যোগ দেয় গ্রিসের শ্রমিক সংগঠনগুলো। আন্তর্জাতিক ঋণদাতাদের মধ্যে ইউরোপীয় কমিশন, ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক এবং আন্তর্জাতিক অর্থ তহবিল বা আইএমএফ’র কর্মকর্তারা গ্রিস সরকারের ব্যয় সংকোচন পরিকল্পনা নিয়ে আলোচনা করছেন।
বিক্ষোভকারীরা বলছেন, আন্তর্জাতিক প্রেসক্রিপশন ও চাপের কারণে সরকার বেতন এবং পেনশন কাটছাঁট করার যে পরিকল্পনা নিয়েছে তাতে তাদের টিকে থাকাটাই সংকটাপন্ন হয়ে উঠবে। বিক্ষোভকারীরা আরো অভিযোগ করেছে যে, আন্তর্জাতিক ঋণদাতাদের চাপের কারণে সরকার যেসব ব্যবস্থা নিচ্ছে তাতে দেশ দারিদ্রের মধ্যে পড়েছে।
দীর্ঘদিন ধরে গ্রিস অর্থনৈতিক টানাপড়েনের মধ্যে রয়েছে। এ অবস্থা থেকে উদ্ধারের জন্য ইউরোপীয় ইউনিয়ন এবং আইএমএফ এ পর্যন্ত কোটি কোটি ইউরো ধার দিয়েছে কিন্তু গ্রিসের অর্থনীতির দৃশ্যত কোনো উন্নতি হয়নি।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button