সিলেটে টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি
ঢাকার পর সিলেটে উৎসবমুখর পরিবেশে প্রদর্শিত হলো ২০১৪ সালের পুরুষ ও মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি। মঙ্গলবার বিকেলে সাড়ে ৩টায় সিলেট ওসামানী আন্তর্জাতিক বিমানন্দরে পৗঁছানোর পর ট্রফি গ্রহণ করেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
বিমানবন্দর থেকে ট্রফি দুটো একটি ট্রাকে করে শহরের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে।
এ সময় সিলেট বিভাগীয় স্টেডিয়াম, খাসদবির, চৌকিদেখি আম্বরখানা, চৌহাট্টা, রিকাবীবাজার, লামাবাজার, শেখঘাট, তালতলা, বন্দরবাজার, জিন্দাবাজার, শহীদ মিনার ও সিলেট জেলা স্টেডিয়াম প্রদক্ষিণ করে ট্রফিবাহী ট্রাক।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি দেখার জন্য রাস্তার দুপাশে ভীড় করে হাজারও মানুষ। এই ট্রফি দুটো নিয়ে বৃহস্পতিবার চট্টগাম প্রদক্ষিণ করার কথা রয়েছে।