আল-আকসা মসজিদে মুসল্লিদের ওপর ইসরাইলের হামলা
ইসরাইলের নিরাপত্তা বাহিনীর সদস্যরা মঙ্গলবার আল-আকসা মসজিদে ঢুকে মুসল্লিদের ওপর চড়াও হয়েছে। সেখানে তারা গ্রেনেড ছুড়েছে এবং ব্যাপক লাঠিচার্জ করেছে।
ইসরাইলি পুলিশের মুখপাত্র মিকি রোজেনফেল্ড বলেছেন, ‘মুসলমান বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ মসজিদে ঢোকে। বিক্ষোভকারীদের ছোড়া পাথরের আঘাতে দুই পুলিশ আহত হয়েছে।’
দখলদার পুলিশ তিন বিক্ষোভকারীকে গ্রেপ্তারের কথা স্বীকার করেছে। আল -আকসা মসজিদের ওপর ইসরাইলের পূর্ণ সার্বভৌমত্ব ঘোষণার বিষয়ে ইসরাইলি পার্লামেন্টে বিল উত্থাপনের প্রতিবাদে মুসল্লিরা বিক্ষোভ করে। এর আগেও বেশ কয়েকবার ইহুদিবাদীরা আল -আকসা মসজিদে হামলা ও তাণ্ডব চালিয়েছে।
বিশ্বের মুসলমানদের প্রথম কিবলা আল-আকসা মসজিদকে দখলদার ইহুদিবাদী ও মুসলমানদের মধ্যে বিভক্ত করার পরিকল্পনা প্রণয়নের পর এখন মসজিদটির ওপর ইহুদিবাদীদের পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠার প্রস্তাব উত্থাপন করা হয়েছে সংসদে।
এদিকে ইসরাইলের সেনা ও বেসামরিক প্রশাসন বায়তুল মোকাদ্দাস (জেরুজালেম) থেকে ৪০টি ফিলিস্তিনি পরিবারকে উচ্ছেদের নির্দেশ দিয়েছে। একই সঙ্গে তাদের বাড়ি-ঘর ধ্বংসের নির্দেশ দেয়া হয়েছে।