ভারতে সাহারা প্রধানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
আদালতে হাজির না হওয়ার কারণে ভারতের সুপ্রিম কোর্ট আজ বুধবার সাহারা শিল্প গ্রুপের প্রধান সুব্রত রায়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। শীর্ষ আদালত মঙ্গলবার তাকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেয়ার সুব্রত রায়ের আবেদন খারিজ করে দিয়েছিল।
লাখ লাখ বিনিয়োগকারীর কাছ থেকে নেয়া ১৯ হাজার কোটি রুপি ফিরিয়ে দেয়ার নির্দেশ পালন না করায় সুপ্রিম কোর্ট সুব্রত রায় এবং সাহারা গ্রুপের অপর দুই পরিচালককে তলব করে। সুপ্রিম কোর্ট জানায়, ‘আমরা আপনার ওপর বিশ্বাস হারিয়েছি। আপনি আদালতে আসুন, তারপর আমরা দেখব আপনাকে কোথায় পাঠানো যায়।’
এর আগে সুপ্রিম কোর্ট সুব্রত রায়কে বিদেশে ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করে। সাহারা গ্রুপ ওই অর্থ অবৈধভাবে সংগ্রহ করেছিল বলে অভিযোগ রয়েছে।