টি-২০ বিশ্বকাপের থিম সং ‘চার ছক্কা হইহই, বল গড়াইয়া গেল কই’
এবারের আসন্ন টি-২০ বিশ্বকাপে ক্রিকেটের থিম সং ‘চার ছক্কা হইহই, বল গড়াইয়ে গেল কই’। থিম সং’টি লিখেছেন রেফায়াত আহমেদ ও অনম বিশ্বাস। সুর করেছেন ফুয়াদ আল মুক্তাদির ও কৌশিক। এরই মধ্যে ইউ টিউবে গানটি বেশ হিট করেছে।
২০১০ বিশ্বকাপ ফুটবলে শাকিরার ‘ওয়াকা ওয়াকা’ বিশ্বব্যাপি জনপ্রিয়তা পায়। এরপর ২০১১ ক্রিকেট বিশ্বকাপের থিম সং শঙ্কর-এহসান-লয়ের ‘দে ঘুমাকে’ও বেশ জনপ্রিয় হয়। কিন্তু একেবারে বাংলায় এমন একটা থিম সং শুনতে দারুণ লাগবে। আগামী ১৬ মার্চ থেকে বাংলাদেশে শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপ।