টাঙ্গাইল -৮ উপনির্বাচন
কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল
জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের উপ-নির্বাচনে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকীর দাখিলকৃত মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বুধবার সকালে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং রিটার্নিং কর্মকর্তা সৈয়দ মোঃ খুরশিদ আনোয়ার টাঙ্গাইল জেলা নির্বাচন অফিসে যাচাই বাছাইয়ের পর ঋণ খেলাপির দায়ে তার মনোয়নপত্র বাতিল ঘোষণা করেন। এছাড়া আরো দুজনের মনোনয়নপত্র বাতিল করা হয়।
আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং রিটার্নিং কর্মকর্তা সৈয়দ মোঃ খুরশিদ আনোয়ার জানান, জাতীয় সংসদ নির্বাচন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের উপ-নির্বাচনে মোট ৭টি মনোনয়নপত্র জমা পড়ে। যাচাই বাছাইয়ে দেখা যায় বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী সোনার বাংলা প্রকৌশলী সংস্থার চেয়ারম্যান থাকাকালে অগ্রণী ব্যাংক টাঙ্গাইল শাখায় ঋণ খেলাপী রয়েছেন। বাংলাদেশ ব্যাংক ক্রেডিট ইনফরমেশন ব্যুরো (সিআইবি) থেকে তার ঋণ খেলাপীর একটি পত্র জেলা নির্বাচন অফিসে আসে। এছাড়াও জাতীয় পার্টির আশরাফ সিদ্দিকীও অগ্রণী ব্যাংক ঢাকা প্রিন্সিপাল শাখায় ঋণ খেলাপী রয়েছেন। স্বতন্ত্র প্রার্থী আবু সাইদ হলফ নামায় স্বার না করায় তার মনোনয়নপত্র বাতিল হয়। যাচাই বাছাই শেষে উপ-নির্বাচনে বৈধ প্রার্থীরা হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অনুপম শাজাহান জয়, স্বতন্ত্র প্রার্থী আব্দুল মালেক মিঞা, লিয়াকত আলি, জাপা (মঞ্জু) সাদেক সিদ্দিকী।
রিটার্নিং কর্মকর্তা সৈয়দ মোঃ খুরশিদ আনোয়ার আরও জানান, মনোনয়নপত্র বাতিল হওয়ার বিষয়ে তাদের আপিল করার সুযোগ রয়েছে।