মৌলভী বাজারে হেফাজতে ইসলামে মহাসচিব
আমাদের আন্দোলন হলো ঈমান কেন্দ্রীক
হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব ও দারুল ঊলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার বিশিষ্ট মুহাদ্দিস মাওলানা জুনায়েদ আহমদ বাবুনগরী বলেছেন, ইসলাম ছাড়া যত তন্ত্র-মন্ত্র আছে সবই বাতিল। আমাদের আন্দোলন ক্ষমতা দখলের নয়, আমাদেও আন্দোলন হলো ঈমান কেন্দ্রীক। তাই সকল মুসলমানকে ঈমানকেন্দ্রীক যে কোন কর্মসুচির সাথে ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে। তিনি বলেন, প্রকৃত কোন মুসলমান ঈমাণের হেফাজত কল্পে জেল যুলুম-র্নিযাতনকে ভয়পেতে পারেনা। ঈমান-আক্বিদার পাশাপাশি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আলেম সমাজকে প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি গতকাল সন্ধ্যায় মৌলভী বাজার জেলার কমলগঞ্জে এক উলামা-সুধিসমাবেশে এসব কথা বলেন। এতে সভাপত্বি করেন, মৌলভী বাজার জামিয়া দ্বীনীয়ার প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মাসউদ আহমদ। এসময় উপস্থিত ছিলেন, জামেয়া কাসিমুল উলুম দরগাহে হযরত শাহজালাল সিলেটএর শায়খুল হাদীস মুফতি মুহিব্বুল হক গাছবাড়ী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ভারপ্রাপ্তমহাসচিব সাবেক এমপি এডভোকেট মাওলানা শাহীনূর পাশা চৌধুরী, মুন্সিবাজার মোহাম্মদীয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা বদর উদ্দীন রাজনগর উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জমিয়ত নেতা মাওলানা শরীফ খালেদ সাইফুল্লাহ, কমলগঞ্জ উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা নুরুল মুত্তাকিন জুনাইদ, মাওলানা তালেব উদ্দীন, মাওলানা রুহুল আমীন নগরী, মাওলানা আনোযার শাহ,মাওলানা বদরুল আলম রুমন,মাওলানা লুৎফুর রহমান যাকারিয়া,
মুন্সিবাজার মোহাম্মদীয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা বদর উদ্দীন প্রমুখ।
সন্ধ্যা ৬ টায় বিমান যোগে সিলেট ওসমানী বিমান বন্দরে অবতরণ করলে বিপুল সংখ্যক আলেম-উলামা মাওলানা জুনায়েদ বাবুনগরীকে স্বাগত জানান। পরে সড়ক পথে তিনি মৌলভী বাজার জেলার কমলগঞ্জের মুন্সিবাজার মোহাম্মদীয়া মাদ্রাসার বার্ষিক ইসলামী মহাসম্মেলনে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন। এর আগে মাদ্রাসা সংলগ্ন একটি বাড়ীতে অবস্থান করেন। এসময়সমবেত উলামায়ে কেরামের সাথে সৌজন্য স্বাক্ষাৎকরেন।