লন্ডন টাইগার্স উইমেন্স প্রজেক্টের ব্যতিক্রর্মী অনুষ্ঠান
একুশ আমার অহংকার
আন্তর্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ‘একুশ আমার অহংকার’ শীর্ষক দিনব্যাপী এক বর্নাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করে লন্ডন টাইগার্স উইমেন্স প্রজেক্ট। নাচ,গান, কবিতা আবৃতিসহ নানা পরিবেশনায় ফুটিয়ে তোলা হয় পুরো অনুষ্ঠান । গত শনিবার পূর্ব লন্ডনের স্টেফনীগ্রীন স্কুল অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে শ্যামল সবুজ বাংলাদেশ, ভাষা আন্দোলন এবং দেশের সম্ভাবনার চিত্র তুলে ধরা হয়। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন রেহানা পারভীন এবং তরজমা করেন আনোয়ারা ও সালেহা। কমিউনিটি এক্টিভিস্ট কাজী রাহনুমা নূর খানের পরিচালনায় এতে সস্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি মেয়র ওহিদ আহমদ, কাউন্সিলার রফিক উদ্দিন আহমদ, কাউন্সিলার র্যাচেল সাউন্ডারর্স ও কাউন্সিলার রহিমা রহমান। অনুষ্ঠান শেষে লন্ডন টাইগার্স উইমেন্স প্রজেক্টের আওতাধীন পরিচালিত ফিটনেস ও আরবী ক্লাসে ভাল ফলাফল অর্জনকারী ২০ জন ভলান্টিয়ারের হাতে এওয়ার্ড তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা। এর মধ্যে ক্রিকেট ভলান্টিয়ার হিশেবে ডায়ান এবং বেডমিন্টন ভলান্টিয়ার হিশেবে অবদান রাখার জন্য অনিন্দিতা রায়কে এওয়ার্ড প্রদান করা হয়। এছাড়াও এওয়ার্ডপ্রাপ্ত অন্যান্য ভলান্টিয়ার হলেন, আসমা বেগম, আজমা খাতুন, আফিয়া খাতুন, আলম আরা, বিথরিচ অবামুখি, জুবেদা ফেরদৌস, রেহানা পারভীন, রাজিয়া বেগম, চায়না বেগম,সালেহা উদ্দিন, সাফিয়া আলী হাজী, সাফিয়া বেগম, শাহেনা আক্তার, ছমিরুন্নেছা, ছালমা বেগম, সুলতানা নাছরিন, জুবাইদা গুলশানা, হুসনারা খাতুন, জুলেখা বিবি, মনোয়ারা খানম, জেসমিন আক্তার ও সাহেদা বেগম। এছাড়া অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন রোপা মো¯তফা ও আসমা পাঠান।
অতিথিরা তাদের বক্তব্যে লন্ডন টাইগার্সের এমন ব্যতিক্রমী আয়োজনের প্রশংসা করে মহিলাদের কমিউনিটির কল্যানে কাজ করার আহবান জানান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লন্ডন টাইগার্সের অপারেশন ম্যানেজার জাওয়ার আলী, কমিউনিকেশন অফিসার সুলতানা বেগম প্রমুখ।