বিশ্ব সম্প্রদায়ের কাছে বর্তমান সরকার ইতিবাচক
দশম জাতীয় সংসদ নির্বাচন ও নবনির্বাচিত সরকরের গ্রহণযোগ্যতা নিয়ে বিশেষ মহলের প্রশ্ন তোলার অসৎ উদ্দেশ্য ও অপতৎপরতা ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা থেকে বর্তমান সরকারকে অভিনন্দন ও তাদের বক্তব্যে বিষয়টি সুস্পষ্ট হয়েছে।’
বুধবার দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারতি প্রশ্ন-উত্তর পর্বে সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীর এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘নির্বাচন বানচালের উদ্দেশে বিএনপি ও জামায়াত-শিবির গোষ্ঠীর সব প্রকার সংহিস তৎপরতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড এবং অবৈধভাবে ক্ষমতা দখলের অপচেষ্টার বিপক্ষে বিশ্ব সম্প্রদায় বাংলাদেশের সাম্প্রতিক নির্বাচনের ফলাফলকে ইতিবাচক হিসেবেই গ্রহণ করেছে।’
তিনি বলেন, ‘৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে সাংবিধানিক প্রক্রিয়ায় ১২ জানুয়ারি বর্তমান সরকার গঠিত হয়েছে। এ পর্যন্ত ৩৭টি দেশের সরকার ও রাষ্ট্র প্রধান নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে আমাকে অভিনন্দন জানিয়ে বার্তা পাঠিয়েছেন। এছাড়াও জাতিসংঘসহ মোট ১১টি আন্তর্জাতিক সংস্থার প্রধান নবনির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে আমাকে অভিনন্দন জানিয়েছেন।’
তিনি আরো বলেন, ‘বিভিন্ন বন্ধুপ্রতীম দেশের সরকার বাংলাদেশের নবনির্বাচিত সরকারের সঙ্গে গণতন্ত্র, সু-শাসন ও উন্নয়নের ধারাকে সচল রাখতে একযোগে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে।’