আগারগাঁওয়ের কম্পিউটার সিটির মেলা শুরু
‘বিশ্বকাপের খেলা-প্রযুক্তির মেলা’ স্লোগানে দেশের বিসিএস কম্পিউটার সিটির মেলা ‘সিটিআইটি’ শুরু হয়েছে আজ ২৬ ফেব্রুয়ারি। ঢাকার আগারগাঁওয়ের বিসিএস কম্পিউটার সিটির ‘সিটিআইটি ২০১৪’ মেলা চলবে ৮ মার্চ পর্যন্ত। প্রতিবারের মতো এবারও মেলায় বিশেষ আকর্ষণে থাকছে বিভিন্ন পণ্যের ওপরে বিশেষ মূল্যছাড়, তথ্যপ্রযুক্তির সর্বাধুনিক পণ্যের সমাহার ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের সুসজ্জিত প্যাভিলিয়ন। বিসিএস কম্পিউটার সিটির নিচ তলায় সজ্জিত মঞ্চে প্রতিদিন থাকছে সেলিব্রেটি শো। এ ছাড়াও প্রতিযোগিতার মধ্যে আছে শিশু চিত্রাঙ্কন, গেমিং, ডিজিটাল ফটোগ্রাফি, বিতর্ক, কুইজ এবং রক্তদান কর্মসূচি ছাড়াও বেশ কিছু ভিন্নধর্মী আয়োজন।
মেলার আনুষ্ঠানিক উদ্ধোধন করেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময়ে তিনি বলেন, ‘এই মেলার মাধ্যমে মনে হচ্ছে আজ ২০২১ সালের রূপকল্প পূরণ হতে চলেছে। আমাদের বাংলাদেশকে ডিজিটাল উন্নয়ন করতে হবে। আমাদের এই কম্পিউটার মেলার প্রসার আরো বাড়াতে হবে। আমরা নষ্ট মেধা দিয়ে দেশ উন্নয়ন করতে চাই না। সঠিক মেধা দিয়েই দেশ উন্নয়ন করবো।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ডাক, টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্যপ্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, ‘আমরা যে ডিজিটাল বাংলাদেশ করার স্বপ্ন দেখছি তা পূরণ হতে আর বেশি দেরি নাই। নতুন প্রজম্ম আমাদেরকে ডিজিটাল বাংলাদেশ উপহার দিবে। এর জন্য আমরা কম্পিউটারসহ বিভিন্ন ট্রেনিং এর ব্যবস্থা করছি।’
বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোস্তফা জব্বার বলেন, ‘এই মেলায় আমাদেরকে ডিজিটাল বাংলাদেশের কথা মনে করিয়ে দেয়। এই মেলাই পারবে একটি সুন্দর ও তথ্য-প্রযুক্তি কেন্দ্রীক ডিজিটাল বাংলাদেশ করতে।’
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিসিএস কম্পিউটার সিটির সভাপতি মজিবুর রহমান স্বপন। অনুষ্ঠানে সবাইকে ধন্যবাদ জানান সিটিআইটি মেলা ২০১৪’র আহ্বায়ক ও বিসিএস কম্পিউটার সিটির মহাসচিব এ এন এম কামরুজ্জামান।
সকাল ১১ টায় মেলার উদ্বোধন শেষে মেলা সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। প্রদর্শনীতে প্রবেশমূল্য ১০ টাকা। প্রতিবারের মতো এবারও মেলায় শিক্ষার্থীরা পরিচয়পত্র দেখিয়ে বিনামূল্যে প্রবেশের সুযোগ পাবে। এ ছাড়াও প্রতিবন্ধীরা বিনামূল্যে মেলায় প্রবেশে অগ্রাধিকার পাবেন। প্রতিদিন প্রবেশ টিকেটের ওপর র্যাফেল ড্রয়ের মাধ্যমে দেওয়া হবে আকর্ষণীয় পুরস্কার।