সন্ত্রাসী ষড়যন্ত্রের অভিযোগে মিশরে ২৬ জনের ফাঁসি
সন্ত্রাসী ষড়যন্ত্রের অভিযোগে মিশরের আদালত ২৬ জনকে ফাঁসির আদেশ দিয়েছে। সাজাপ্রাপ্তরা সুয়েজ খালে একটি জাহাজে হামলার পরিকল্পনা করেছিল বলে অভিযোগ আনা হয়।
আদালতের বিচারক বলেছেন, অভিযুক্তদের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র ও বিস্ফোরক তৈরির অভিযোগও প্রমাণ হয়েছে। আসামীদের অনুপস্থিতি এ বিচার শেষ করা হয়েছে।
মিশরের নতুন প্রধানমন্ত্রী ইব্রাহিম মাহলাবের শপথ এবং সন্ত্রাসবাদ নির্মূলে অঙ্গীকার ব্যক্ত করার একদিন পর আদালত এ রায় ঘোষণা করল।
হাজেম আল-বেবলাউয়ির নেতৃত্বাধীন মিশরের সেনা সমর্থিত অন্তর্বর্তী সরকার আকস্মিকভাবে গত সোমবার পদত্যাগ করলে ইব্রাহিম মাহলাবকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হয়।
গত জুলাই মাসে মিশরের নির্বাচিত প্রেসিডেন্ট ড. মুহাম্মাদ মুরসিকে সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করার পর দেশটির প্রধান রাজনৈতিক দল ইখওয়ানুল মুসলিমিনের বহু নেতা-কর্মী নিহত ও কয়েক হাজারকে আটক করা হয়েছে। বিচারের নামে এসব নেতা-কর্মীকে এখন জেল ও মৃত্যুদণ্ড দেয়া অনেকটা স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে।