নিউক্যালসে বর্ণমালা বাংলা স্কুলের যাত্রা শুরু হচ্ছে ৮ মার্চ
লন্ডনে নিউক্যাসলে আগামী ৮ মার্চ থেকে বর্ণমালা বাংলা স্কুলের আনুষ্ঠানিক যাত্রা শুরু হচ্ছে। এ উপলক্ষে নিউক্যাসল বাংলাদেশ এসোসিয়েশন (এনবিএ)-এর উদ্যোগে এবং বাংলাদেশ ওভারসিজ লেডিস অর্গ্যানাইজেশন (বোলো)’র সহযোগিতায় ২৩ ফেব্রুয়ারী রোববার এনবিএ-ও হল রুমে বর্ণমালা বাংলা স্কুলের শিক্ষার্থী অন্তর্ভুক্তি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আনুষ্ঠানিকভাবে উদযাপন করা হয়। দুই পর্বে বিভক্ত অনুষ্ঠানটির ১ম পর্বে ৭০ জন শিক্ষার্থীকে তালিকাভুক্ত করা হয়। ২য় পর্বে দুপুর ২টার দিকে মাতৃভাষা দিবসের আলোচনায় বক্তব্য রাখেন এনবিএ’র চেয়ারম্যান মাহতাব মিয়া এবং বোলো’র চেয়ারপার্সন ডঃ জারিনা আনাম। এনবিএ’র শিক্ষা বিষয়ক সম্পাদক আহসানুজ্জামান আরিফ ও বোলো সদস্যা ডাঃ আফসানা বিনতে আনোয়ার রিমি’র যৌথ পরিচালনায় অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাজী ইনসাফ আলী। অনুষ্ঠানে সমবেত কন্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন শেষে কবিতা আবৃত্তি করেন ডাঃ আব্দুল হাকিম, হাবিব কোরেশী, ছোট্টমনি আবরার আনোয়ার, সাহিল এবং আদিয়ান। শহিদ দিবসের মুল সঙ্গীত ‘ আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে” সমবেত কন্ঠে পরিবেশন করেন লতিফা খানাম, রিমি, শিউলি, শিরিন, লিমা, লিবা। এনবিএ’র সাংস্কৃতিক সম্পাদক ফয়েজ উদ্দিনের পরিচালনায় সঙ্গীত পরিবেশন করেন আফসর কোরেশী, রাজন সাঈদ, ছোট্টমনি উর্বি ও পার্বন। অনুষ্ঠানের শেষে সবাইকে ধন্যবাদ জানান এনবিএ’র ভাইস চেয়ারম্যান সুফি আহমদ।