ইতালিতে বাস দুর্ঘটনায় নিহত ৪০
ইতালির দক্ষিণাঞ্চলের অ্যাভিলিনোতে এক বাস দুর্ঘটনায় ৪০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো নয়জন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। রোববার মধ্যরাতে এ ঘটনা ঘটে। ইতালির বার্তা সংস্থা আনসা’র বরাত দিয়ে বিবিসি এ খবর জানিয়েছে। বিবিসি’র প্রতিনিধি অ্যালান জনসন বলেন, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ৯৮ ফুট গভীর খাদে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। শিশুসহ বাসটিতে প্রায় ৫০ জন যাত্রী ছিলেন। ধারণা করা হচ্ছে, দুর্ঘটনায় বাসচালক মারা গেছেন। বাসটি দুর্ঘটনার আগে নিয়ন্ত্রণ হারিয়ে ফাইওভারে থাকা কয়েকটি বাসকে ধাক্কা দিয়েছে। স্থানীয় টেলিভিশনে প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যায়, ফাইওভারে কয়েকটি গাড়ি দোমড়ানো মোচড়ানো অবস্থায় পড়ে আছে। এবং রাস্তার পাশে সারি বেঁধে লাশ রাখা হয়েছে। দুর্ঘটনার পর নেপলস-বারি হাইওয়ে বন্ধ করে দেয় স্থানীয় পুলিশ। এদিকে উদ্ধার অভিযানের নেতৃত্বে থাকা অগ্নিনির্বাপক কর্মকর্তা পেলেগ্রিনো অ্যান্ডেলো ইতালীয় টেলিভিশনকে বলেন, পরিস্থিতি খুবই জটিল। আমরা যতোজনকে সম্ভব উদ্ধার করার চেষ্টা করছি। আহতদের অ্যাভিলিনো, সালেরনো ও নোলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের এক মুখপাত্র এএফপিকে জানান, এখনও পর্যন্ত হতাহতদের প্রকৃতি সংখ্যা নিশ্চিত করা যায়নি। আমরা এখনও অনেককে বাস থেকে টেনে উপরে উঠাচ্ছি।