দেশকে এগিয়ে নিতে কাজ করে যাব : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী বলেছেন, বাংলাদেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত নির্বাচনী ইশতেহার অনুযায়ী কাজ করে যাব। আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসাবে দায়িত্ব নেবার পর বুধবার নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে সংক্ষিপ্ত আলাপকালে তিনি এ কথা বলেন। অবসরপ্রাপ্ত এ পেশাদার কূটনীতিক দায়িত্ব নেবার পর মন্ত্রণালয়ে এসে পররাষ্ট্র সচিব শহীদুল হকসহ উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।
তিনি বলেন, নবনির্বাচিত সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করে আমি খুবই আনন্দিত। দশম সংসদ নির্বাচনের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত নির্বাচনী ইশতেহার অনুযায়ী বাংলাদেশকে এগিয়ে নিতে কাজ করে যেতে চাই। ইশতেহারের প্রতিপাদ্য ছিল ‘বাংলাদেশ এগিয়ে চলছে’। প্রতিপাদ্যের এ লক্ষ্য অর্জনেই আমি কাজ করে যাব।
মাহমুদ আলী ৫ জানুয়ারি নির্বাচনের আগে অন্তবর্তীকালিন সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন। নির্বাচনের পর শেখ হাসিনা ১২ জানুয়ারি মন্ত্রিপরিষদ গঠন করলেও পররাষ্ট্রমন্ত্রীর পদটি খালি রাখেন। শাহরিয়ার আলম প্রতিমন্ত্রী হিসাবে এতদিন মন্ত্রণালয়ের মূখ্য দায়িত্বে ছিলেন। সংসদীয় আসনের কিছু কেন্দ্রে পুন:নির্বাচন হওয়ায় পর মাহমুদ আলী এমপি হিসাবে শপথ নেন। এরপর গতকাল পররাষ্ট্রমন্ত্রী হিসাবে দায়িত্ব নিলেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button