খালেদার সঙ্গে রানা প্লাজায় নিহত শ্রমিকদের স্বজনদের সাক্ষাৎ
১৯দলীয় জোট নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন রানা প্লাজায় নিহত ও ক্ষতিগ্রস্ত অর্ধশতাধিক শ্রমিকের পরিবার ও স্বজনরা। বুধবার রাত সাড়ে নয়টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে তারা সাক্ষাৎ করেন।
সরকারের তরফে ঘোষিত ও প্রত্যাশিত ক্ষতিপূরণ না পেয়ে তারা বিরোধী নেতার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তারা বিরোধী নেতাকে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন।
এ সময় সাক্ষাতকারীদের মধ্যে অনেকেই চেয়ারপারসন খালেদা জিয়ার কাছে অভিযোগ করেন যে, রানা প্লাজা ধ্বসে তাদের স্বজনরা নিহত হলেও লাশ না পাওয়ায় তারা সরকারি ও বেসরকারি সাহায্য ও সহযোগিতা থেকে বঞ্চিত হয়েছেন।
এছাড়া অনেকেই আবার অভিযোগ করে বলেন, তাদের স্বজনদের লাশ পাওয়ার পরও তারা কোনো সরকারি ও বেসরকারি অনুদান পাননি।
সাক্ষাতে খালেদা জিয়া এ সময় ক্ষতিগ্রস্তদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের যথাসাধ্য সাহায্য ও সহযোগিতার আশ্বাস দেন।
ক্ষতিগ্রস্তদের মধ্যে খলিল হোসেন, সখিনা বেগম, নূরজাহান, লাভলী, তানিয়া, সেলিনা বেগম, আমির শেখ, সাথী আক্তার, রুহুল আমিন, রাজিয়া, লিপি ও রাশিদা বেগমসহ অর্ধশতাধিক ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।