পর্যটনকেন্দ্র কুয়াকাটায় মজিনা
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা পর্যটনকেন্দ্র কুয়াকাটা সমুদ্র সৈকত পরিদর্শন করেছেন। বুধবার সূর্যাস্তের আগে তার সফরসঙ্গীদের নিয়ে তিনি সৈকতে নেমে সূর্যাস্তের মনোমুগ্ধকর দৃশ্য অবলোকন করেন। এর আগে বিকাল সাড়ে চারটার দিকে সড়ক পথে তিনি কুয়াকাটার মিশ্রিপাড়া সীমা বৌদ্ধ বিহার পরিদর্শন করেন। এসময় তার সঙ্গে ছিলেন ইউএসএআইডি মিশন পরিচালক মিস. জেনিনা জারুজেলস্কি, ওয়াল্ডফিস সেন্টারের চিফ অব পার্টি মি. এরিক এইচ জেকিউস প্রমুখ। বৌদ্ধ বিহার পরিদর্শন শেষে সেখানে আদিবাসী রাখাইন তরুণীদের পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। এছাড়া কুয়াকাটা আসার পথে পটুয়াখালীর কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের হাজীপুর গ্রামের একটি মৎস্য হ্যাচারি ঘুরে দেখেন। এ সময় এফটিএফ প্রকল্পের কর্মকর্তা এবং কলাপাড়া উপজেলা ও জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাতে কুয়াকাটার একটি বেসরকারি আবাসিক হোটেলে অবস্থান করেছেন।
আজ বৃহস্পতিবার সকালে তার কুয়াকাটা ত্যাগ করার কথা রয়েছে।