ইউক্রেনে সরকারি ভবনে উড়ছে রুশ পতাকা

Rushইউক্রেনের রুশ অধ্যুষিত ক্রিমিয়া অঞ্চলের  পার্লামেন্ট এবং দুটি সরকারি ভবন দখল করে নেয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনার পর  শহরের সরকারি ভবনগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এদিকে ইউক্রেনের সরকার বিরোধী বিক্ষোভের অন্যতম নেতা আরসেনি ইয়াতসেনউককে বুধবার অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী নির্বাচিত করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে একটি সশস্ত্র গোষ্ঠী ক্রিমিয়ার রাজধানী সিমফেরোপোলের পার্লামেন্ট এবং দুটি সরকারি ভবন দখল করে সেখানে রুশ পতাকা উত্তোলন করেছে বলে বিবিসি জানিয়েছে। এ ঘটনার পর শহরের সব কটি সরকারি ভবনে নিরাপত্তা  প্রহরা বসানো হয়েছে। তবে দখলকারীরা  এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি এবং কোনো দাবিও উত্থাপন করেনি।
ইউক্রেনের নতুন সরকারের সমর্থক এবং রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে সংঘর্ষের মাত্র একদিন পরেই এই ভবন দখলের ঘটনা ঘটলো। স্বরাষ্ট্রমন্ত্রী আরসেন আভাকভ জানান, সিমফেরোপোলে সম্ভাব্য রক্তক্ষয়ী সংঘাত ঠেকাতে শহরটি চারদিক থেকে ঘিরে রেখেছে পুলিশ। তিনি ভবন দখলের ঘটনাকে ‘প্ররোচকদের কাণ্ড’ বলে উল্লেখ করেছেন। চরমপন্থীদের অশুভ তৎপরতা ঠেকাতে তিনি নিরাপত্তা বাহিনীকে সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকারও নির্দেশ দিয়েছেন।
এদিকে বুধবার প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচকে উৎখাত আন্দোলনের নেতারা  কিয়েভের ইনডেপেনডেন্স স্কয়ারে  সমবেত জনতার সামনে ইয়াতসেনউককেঅন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পরিচয় করিয়ে দেন।
প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর বিবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে মি. ইয়াতসেনউক বলেন, তার দেশ এখন খাদের কিনারায় রয়েছে। দেশকে রক্ষা করতে নতুন সরকারের সদস্যদের অনেক অজনপ্রিয় সিদ্ধান্ত নিতে হবে উল্লেখ করে তিনি বলেন, তার নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যরা রাজনৈতিক আত্মহত্যা করতে যাচ্ছেন।
কিয়েভের জনসভায় অন্তর্বর্তীকালীন সরকারের অন্যান্য সদস্যদেরও উপস্থাপন করা হয়। নতুন পররাষ্ট্রমন্ত্রী হচ্ছেন আন্দ্রে ডেশিটসায়ে আর অর্থমন্ত্রী হচ্ছেন কেন্দ্রীয় ব্যাংকের সাবেক উপ-প্রধান ওলেক্সান্দার শ্লাপাক। তাঁরা আসছে মে মাসে নির্বাচন অনুষ্ঠিত হবার আগ পর্যন্ত স্বচ্ছতার সাথে ইউক্রেনের সরকার পরিচালনা করবেন বলে প্রতিশ্রুতি দেন।
এদিকে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অপ্রত্যাশিতভাবে ইউক্রেন সীমান্তবর্তী পশ্চিম রাশিয়ায় সামরিক মহড়ার নির্দেশ দিয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ইয়ানুকোভিচকে উৎখাতের পর রাশিয়ার এই পদক্ষেপে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button