স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন
আল্লামা আজিজুল হক ছিলেন সব প্রতিভার অধিকারী
শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক ছিলেন ইসলামি আন্দোলন, দরসে হাদিস, ইসলামি সাহিত্য তাসাউফসহ সব ক্ষেত্রে অন্যন্য। অত্যন্ত উঁচুমাপের ব্যক্তিত্ব হওয়া সত্ত্বেও তার সরলতা ও খোদাভীরুতা সবার কাছে অনুকরণীয় আদর্শ হয়ে থাকবে।
শরীয়তপুরস্থ আলেম-উলামাদের উদ্যোগে শায়খুল হাদিস স্মারকগ্রন্থ মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আলোচেকা এ কথা বলেন। ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে আয়োজিত স্মারকগ্রন্থ প্রকাশ কমিটির আহ্বায়ক মাওলানা জালালুদ্দীন আহমদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন বেফাকুল মাদানিসুল আরাবিয়া বা বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড (বেফাক) মহাসচিব মাওলানা আব্দুল জব্বার জাহানাবাদী, খেলাফত মজলিস একাংশের সিনিয়র নেতা মাওলানা আব্দুর রব ইউসুফী, মহাসচিব মাওলানা মাহফুজুল হক, বাহাদুরপুর পীর মাওলানা আব্দুল্লাহ মো: হাসান প্রমুখ।
শায়খুল হাদিসের ছেলে মাওলানা মাহবুবুল হক, মাওলানা হাসান ফারুক, মুফতি আবুল হাসান শরীয়তপুরী, মাওলানা খন্দকার মুশতাক আহমদ শরীয়তপুরী, নুসরাত ফাউন্ডেশনের সভাপতি মাওলানা এস এম আল জুবায়ের, মাওলানা আফজাল হুসাইন, মাওলানা আকরাম হুসাইন প্রমুখ শুভেচ্ছা বক্তব্য রাখেন।