সুরঞ্জিতের এপিএস ফারুকের ব্যাংক হিসাব জব্দ
সাবেক রেলমন্ত্রী ও বর্তমান দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের এপিএস ওমর ফারুক তালুকদারের মার্কেন্টাইল ব্যাংকের দিলকুশা শাখার হিসাব চালুর আদেশ অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট।
ব্যাংক হিসাব জব্দের বিষয়ে জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের বেঞ্চ সোমবার এ রায় দেন। ফলে ওমর ফারুকের ব্যাংক হিসাব জব্দ থাকবে বলে জানিয়েছেন দুদকের আইনজীবীরা।
গত বছরের ৯ এপ্রিল রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের এপিএস ওমর ফারুক তালুকদার ‘ঘুষের’ ৭০ লাখ টাকাসহ গভীর রাতে ঢাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হাতে ধরা পড়েন। এ টাকা নিয়ে তারা রেলমন্ত্রী সুরঞ্জিতের জিগাতলার বাসায় যাচ্ছিলেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা করে। পরে দুদকের আবেদনের প্রেক্ষিতে নিম্ন আদালতের নির্দেশে ওমর ফারুকের ব্যাংক হিসাব জব্দ করা হয়। নিম্ন আদালত তার ব্যাংক হিসাব চালু করার আদেশ দিলেও দুদক হাইকোর্টে এ আদেশ চ্যালেঞ্জ করে রিট করে। রিটের চূড়ান্ত শুনানি শেষে সোমবার রায় দেন হাইকোর্ট।
আদালতে দুদকের পক্ষে শুনানি করেন এডভোকেট খুরশীদ আলম খান। ওমর ফারুকের পক্ষে ছিলেন এডভোকেট নিতায় রায় চৌধুরী।