যশোরে নির্বাচনী সহিংসতায় আহত আওয়ামী লীগ কর্মীর মৃত্যু
যশোরের চৌগাছায় নির্বাচনী সহিংসতায় আহত আওয়ামী লীগ কর্মী ফজলুর রহমান মারা গেছেন। শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফজলুর রহমানের মৃত্যু হয়। গতকাল বৃহস্পতিবার নির্বাচনের দিন উপজেলার দেবীপুরে ভোট কেন্দ্র দখলকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ফজলুর রহমান আহত হয়। আহত ফজলুর রহমানকে গতকাল দুপুরে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে ফজলুর রহমান মারা যায়। নিহত ফজলুর রহমান উপজেলার হাকিমপুর ইউনিয়নের দেবীপুর গ্রামের কুবাদ আলীর ছেলে। চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, নির্বাচন নিয়ে বৃহস্পতিবার দেবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের কাছে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় আওয়ামী লীগ কর্মী ফজলুর রহমান গুরুতর আহত হন। আহত ফজলুর রহমানকে ওই দিনই উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার সকালে তার মৃত্যু হয়।