যুক্তরাষ্ট্রে মসজিদে ভয়াবহ অগ্নিকাণ্ড
যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের জার্সি সিটির আল তাওহিদ নামে মসজিদে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শুক্রবার ফজরের নামাজের সময় ঘটে যাওয়া এ অগ্নিকাণ্ডে মসজিদটি ভষ্মীভূত হয়।
অগ্নিকাণ্ডের সময় কোন মুসল্লি মসজিদের ভেতরে ছিলেন না বলে জানা যায়। ফজরের নামাজে শতাধিক মুসল্লি একত্রে নামাজ আদায় করেন। এ ছাড়া প্রতি শুক্রবার জুম্মায় প্রায় নয় শ মুসল্লি একত্রে নামাজে আদায় করে থাকেন। হঠাৎ করে মসজিদের ছাদে ধোঁয়া দেখতে পেয়ে নিকটস্থ প্রতিবেশীরা পুলিশকে খবর দিলে পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই মসজিদটির অধিকাংশ অংশ সম্পূর্ণ পুড়ে যায়।
আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।জার্সি সিটির দমকল বাহিনীর প্রধান ড্যারেন রোভার্স বলেন, ঘটনাটি তারা এন্টি টেররিজম ফোর্সকেও অবহিত করেছেন। হঠাৎ করে ধর্মীয় প্রতিষ্ঠানে এ ধরনের অগ্নিকাণ্ডের ঘটনার পেছনে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড জড়িত রয়েছে কি না- তা তারা খতিয়ে দেখছে।