‘দেশ থেকে ১৪ বিলিয়ন মার্কিন ডলার পাচার’
বাংলাদেশ থেকে গত ১০ বছরে প্রায় ১৪.০৫৯ বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার হয়েছে। জাতীয় প্রেস ক্লাবে শনিবার দুপুরে ইকুইটি বিডির উদ্যোগে ‘রাজস্ব আয় বৃদ্ধিতে বহুজাতিক কোস্পানির কর ফাঁকির কৌশল রোধ করতে হবে’ র্শীষক আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। জানা যায়, বিদেশে পাচার করা এই অর্থ ২০১২-১৩ অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ডের মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রার সমান।
এতে সরকার প্রতিবছর প্রায় ১০০০ কোটি টাকা রাজস্ব হারাচ্ছে। বাংলাদেশে বহুজাতিক প্রতিষ্ঠানের কর গোপন করার কথা উল্লেখ করে জানান হয়, চারটি সেলফোন অপারেটর কোম্পানি ৩১০০ কোটি টাকা রাজস্ব ফাঁকি দিচ্ছে। এর মধ্যে গ্রামীনফোন নতুন গ্রাহকদের কাছে সিম বিক্রি করলেও রিপ্লেসমেন্ট দেখিয়ে কর ফাঁকি দিচ্ছে। বাংলালিংক কর ফাঁকি দিয়েছে ২৭ লাখ ৫৮ হাজার টাকা রিপ্লেসমেন্ট দেখিয়ে। রবির এই ক্ষেত্রে কর ফাঁকি দেওয়ার পরিমান ৬১ হাজার টাকা। আর এয়ারটেল এর পরিমান ৫ লাখ ৫৮ হাজার টাকা। ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির কথা উল্লেখ করে জানান হয়, এই কোম্পানিটি তাদের দুটি ব্রান্ডের সিগারেটের মূল্যস্তরে অসত্য ঘোষণা দিয়ে ১ হাজার ৯২৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়েছে। সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন ইকুইটিবিডির চিফ মডারেটর রেজাউল করিম চৌধুরী, ডেভেলপমেন্ট সিনার্জিইন্সটিটিউট এর প্রধান নির্বাহী মনোয়ার মোস্তফা, ইকুইটিবিডির সাধারণ সম্পাদক সৈয়দ আমিনুল হক প্রমুখ।