মুন্সীগঞ্জে বিএনপির মিছিলে পুলিশের গুলি

মুন্সীগঞ্জে হরতালের সমর্থনে বের হওয়া বিএনপির মিছিলে গুলি চালিয়েছে পুলিশ। এতে প্রায় ১৫ জন গুলিবিদ্ধসহ ৩০ জন আহত হয়েছেন। শনিবার সকালে হরতাল চলাকালে মুন্সীগঞ্জ সদর থানার সিপাহীপাড়া মোড়ে পুনরায় উপজেলা নির্বাচনের দাবীতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল বের করলে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধদের মধ্যে সদর থানা যুবদলের সভাপতি মোহাম্মদ হোসেন পুস্তী (৪৫), নুরহোসেন (৩৩), ফারুক হোসেন (৪২),লতিফ (৪০),কামাল (৩২),মাসুদ শেখ (৩০),
ইয়ামীন (২২) কে প্রথমে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পরে ঢাকা মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এছাড়া গুলিবিদ্ধ সাজু (৪৫),আক্তার হোসেন (৪০),বাবু (২৫),রানা পুস্তি (৩০),রাসেল (৩২),জিকু বেপারী (২৯) ও মামুন পুস্তী (৩৫) সহ বেশ কয়েক জনকে বিভিন্ন কিনিকে চিকিৎসা দেয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়,সিপাহীপাড়া থেকে বিএনপি’র মিছিলটি মুক্তারপুর যাওয়ার পথে পুলিশ প্রথমে লাঠিচার্জ করে। পরে বিএনপি নেতাকর্মীরা আবারও সংগঠিত হয়ে মিছিল বের করতে চাইলে পুলিশ গুলি বর্ষণ শুরু করে। পুলিশের সাথে আওয়ামীলীগ নেতাকর্মীদেরও হামলা চালিয়েছে বলে অভিযোগ রয়েছে।
এদিকে,মুন্সীগঞ্জ সদরে পুনরায় উপজেলা নির্বাচনের দাবিতে বিএনপির ডাকে সকাল-সন্ধ্যা হরতাল চলছে। শনিবার সকালে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি   নেতাকর্মীরা। সকাল ৯টার দিকে মুন্সীগঞ্জ শহরে ও মুক্তারপুর এলাকায় পৃথক মিছিল করে তারা। হরতালে মুন্সীগঞ্জ শহর, মুক্তারপুর ও সিপাহীপাড়া এলাকায় দোকানপাট বন্ধ রয়েছে।
ভোট কেন্দ্র দখল করে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকরা সিল মারা, এজেন্টদের মারধর করা ও পুনঃনির্বাচনের দাবিতে নির্বাচন বর্জন করে শনিবার সকাল-সন্ধ্যা হরতাল আহবান করে বিএনপি প্রার্থী মোশারফ  হোসেন পুস্তি ও সদর উপজেলা বিএনপি। হরতালের ঘোষণা দেন জেলা বিএনপি’র সভাপতি আব্দুল হাই।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, হরতালে মুন্সীগঞ্জ শহরের পরিস্থিতি স্বাভাবিক। বিভিন্ন পয়েন্টে পুলিশ  মোতায়েন রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি চালানো হয়েছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button