ঢাকা আইনজীবী সমিতি
জাতীয়তাবাদী প্যানেলের নিরঙ্কুশ বিজয়
ঢাকা আইনজীবী সমিতির ২০১৪-১৫ সালের বার্ষিক নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের প্রার্থীরা নিরঙ্কুশ বিজয় লাভ করেছেন। মোট ২৫টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৯টি পদে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের প্রার্থীরা জয় লাভ করেছেন।
আওয়ামী লীগপন্থী সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ সমর্থিত প্রার্থিতা ছয়টি সদস্য পদে নির্বাচিত হয়েছেন। তবে ট্রেজারার পদে ভোট গণনার সময় শামসুজ্জামানের নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: মকবুল হোসেন ভোটে কিছু অনিয়মের বিষয়ে আপত্তি দেয়ায় ওই পদের ফলাফল নির্বাচন কমিশন স্থগিত করেছেন। আজ শনিবার এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে নির্বাচন কমিশন সূত্রে জানা যায়।
১৪ হাজার ৩১০ জন ভোটারের মধ্যে আট হাজার ১৭৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। গত ২৬ ও ২৭ ফেব্রুয়ারি দুইদিন ভোটাররা ভোট প্রদান করেন। প্রথম দিন ভোট দেন তিন হাজার ৪০২ জন এবং দ্বিতীয় দিন ভোট দেন চার হাজার ৭৭৩ জন।
ভোটাররা অত্যন্ত উৎসাহে ও শান্তিপূর্ণ পরিবেশ ভোট প্রদান করেন। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ঢাকা বারের সাবেক সভাপতি আব্দুস সবুর। তাকে ছয়জন কমিশনার সহায়তা করেন।
জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল থেকে সভাপতি পদে মো: মহসিন মিয়া, সিনিয়র সহসভাপতি পদে মো: রেজাউল করিম নিজাম, সহসভাপতি পদে জহির রায়হান (জসিম), সাধারণ সম্পাদক পদে মো: মোসলেহউদ্দিন (জসিম) নির্বাচিত হয়েছেন। ট্রেজারার পদে- শামসুজ্জামান (স্থগিত) আছে। সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে আবু ইউসুফ সরকার, সহ-সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আরিফুর রহমান রনজু, লাইব্রেরি সেক্রেটারি পদে আহম্মদ উল্লাহ আমান, সাংস্কৃতিক সম্পাদক পদে রাফিজা আনম লাকি ও অফিস সেক্রেটারি পদে মোহাম্মদ শহীদ গাজী নির্বাচিত হন।
সদস্য পদে নির্বাচিতরা হলেন এস এম আবুল কালাম আজাদ, মো: আব্দুস সালাম তালুকদার, আজমত হোসাইন, মো: আরিফুল হক রনি, আজিজুল হক দিদার, মোহাম্মদ শিহাবউদ্দিন রাশেদ, নাসরিন বেগম, শাহজাদী কুহিনুর পাপড়ী, মো: আনোয়ারুল ইসলাম। তারা বিপুল ভোটে বিজয়ী হওয়ায় ঢাকা আইনজীবী সমিতির সাবেক সহসাধারণ সম্পাদক মোহাম্মদ মঈনউদ্দিন ও আইনজীবী সৈয়দা শাহীন আরা লাইলী নির্বাচিতদের অভিনন্দন জানান।
আওয়ামী লীগপন্থী সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন সদস্য পদে মোহাম্মদ শাহাদাৎ হোসেন বিপ্লব, তাছলিমা ইয়াসমিন দিপা, সামিনা আক্তার ময়না, সিকদার মো: আখতার উজ্জমান (হিমেল), আন্না খানম কলি ও মনিরা বেগম।
ঢাকা আইনজীবী সমিতির এ নির্বাচন কোনোরূপ অপ্রীতির ঘটনা ছাড়া সুন্দর পরিবেশে সম্পন্ন হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনী সর্বক্ষণ নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল।
নবনির্বাচিত সভাপতি মো: মহসিন মিয়া ও সাধারণ সম্পাদক মো: মোসলেহ উদ্দিন জসিম তাদের প্যানেলকে ভোট দিয়ে জয়যুক্ত করায় সব আইনজীবীকে ধন্যবাদ জানান এবং সবার মঙ্গল কামনা করেন। তারা আল্লাহ তায়ালার কাছে শোকরিয়া জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।