বিশ্বের সর্ববৃহৎ উড়োজাহাজ প্রদর্শন করা হলো বৃটেনে
বিশ্বের সর্ববৃহৎ উড়োজাহাজটি প্রদর্শন করা হলো বৃটেনের বেডফোর্ডশায়ারে। ৩০০ ফুট বা ৯১ মিটার দীর্ঘ এ উড়োজাহাজটি হবে বিমান, এয়ারশিপ ও হেলিকপ্টারের একটি সঙ্কর। একবার জ্বালানি ভরে উড়োজাহাজটি একটানা ৩ সপ্তাহ আকাশে উড়তে পারবে। একই সঙ্গে এটি বর্তমানের বিমানগুলোর তুলনায় অনেক বেশি পরিবেশবান্ধব। বর্তমানের মালবাহী বিমানগুলোর তুলনায় এটি ৭০ শতাংশ কম কার্বন নিঃসরণ করবে। দৈর্ঘ্যরে দিক থেকেও এটি পূর্বের দীর্ঘতম বিমানের তুলনায় ২০ মিটার বা ৬০ ফুট দীর্ঘ। ৫০ টন পর্যন্ত ত্রাণ কিংবা কয়েক শ’ আরোহী বহনে সক্ষম এটি। উড়োজাহাজটি নজরদারি, যোগাযোগ বা জরুরি ত্রাণ পৌঁছানোর উদ্দেশ্যে ব্যবহৃত হবে। এটি তৈরি করেছে বৃটেনের হাইব্রিড এয়ার ভেহিকলস লিমিটেড এবং এর নাম রাখা হয়েছে এইচএভি৩০৪। উড়োজাহাজটি তৈরিতে ব্যয় হয়েছে ৬ কোটি পাউন্ড। আরও দারুণ ব্যাপার হলো, আকাশে ওড়ার জন্য এর কোন রানওয়ে বা লঞ্চপ্যাডের প্রয়োজন হবে না। ঘণ্টায় একটি সর্বোচ্চ ১০০ মাইল বেগে উড়তে পারবে উড়োজাহাজটি। এ বছরের শেষ দিকে উড়োজাহাজটি আকাশে উড়বে বলে জানা গেছে। ভবিষ্যতে এ ধরনের ৬০০ থেকে ১ হাজার বিমান তৈরির পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে নির্মাণকারী প্রতিষ্ঠানটি।