৩২ রানে হারল বাংলাদেশ

প্রথমবারের মতো এশিয়া কাপে অংশ নিয়েই বাজিমাত করল যুদ্ধবিধ্বস্ত দেশ আফগানিস্তান। গতকাল তারা ফতুল্লা স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচে ৩২ রানে স্বাগতিক বাংলাদেশকে হারিয়ে পেল স্মরণীয় জয়। জয়ের জন্য ২৫৫ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ২২২ রানে অলআউট হলো বাংলাদেশ। জিয়াউরের ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে বাংলাদেশের জয়ের ক্ষীণ সম্ভাবনা তৈরি হলেও আফগান অধিনায়ক মোহাম্মদ নবীর চমতকার বোলিংয়ে জয় নিয়ে মাঠ ছাড়ল আফগানিস্তান।
বাংলাদেশ দল : মুশফিকুর রহিম, শামসুর রহমান শুভ, আনামুল হক বিজয়, আব্দুর রাজ্জাক, রুবেল হোসেন, মুমিনুল হক, জিয়াউর রহমান, আরাফাত সানী, নাঈম ইসলাম, সোহাগ গাজী ও নাসির হোসেন।
আফগানিস্তান দল : মোহাম্মদ নবী, শাপুর জারদান, মোহাম্মদ শেহজাদ, করিম সাদিক, আজগার সানিজিয়াকি, নাওরাজ মাঙ্গল, সামিউল্লিহ সানওয়ারি, মিরওয়ারিশ আশরাফ, হামিদ হাসান, হাজমা হোতাক।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button