হিজাবের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল ফিফা
ফুটবল খেলার মাঠে হিজাবের ওপর থেকে নিষেধাজ্ঞা আনুষ্ঠানিকভাবে তুলে নিয়েছে ফিফা। জুরিখে ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়। আগামী ১ জুন থেকে নতুন সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে ফিফা।
এর আগে হিজাব নিষিদ্ধ থাকলেও ২০১২ সাল থেকে পরীক্ষামূলকভাবে নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়। এটি সফল হওয়ার ফিফা এই সিদ্ধান্ত নিল।
ফিফার মহাসচিব জেরোম ভালকে বলেন, ‘সিদ্ধান্ত নেয়া হয়েছে যে এখন থেকে নারী খেলোয়াড়রা হিজাব পরতে পারবেন। পুরুষ খেলোয়াড়রাও তাদের মাথা আবৃত রাখতে পারবেন। তবে এটা হবে মৌলিক হিজাব এবং এর রং হতে হবে জার্সির রংয়ের।’
হিজাব পরতে না দেয়ার প্রতিবাদে ২০১১ সালে অলিম্পিকের যোগ্যতা যাচাই ম্যাচ থেকে ইরান তার খেলোয়াড়দের প্রত্যাহার করে নেয়।
কানাডার শিখ সম্প্রদায়ও পাগড়ির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার দাবি জানিয়ে আসছিল।
এরপর এশিয়ান ফুটবল ফেডারেশনের অনুরোধে ফিফা পরীক্ষামূলকভাবে হিজাব পরতে অনুমতি দেয়।