ভারতে বাড়ছে বোরকার ব্যবহার
ভারতের মুসলিম নারীদের মধ্যে বোরকার ব্যবহার ক্রমেই বাড়ছে। বিশেষ করে ভারতীয় মুসলিমদের ঐতিহ্যবাহী শিক্ষাকেন্দ্র উত্তর প্রদেশের আলিগড়ে মুসলিম নারীদের কাছে বোরকার রয়েছে বিপুল সমাদর। তাদের কাছে বোরকার চাহিদা দিন দিন বেড়েই চলেছে। আর এ কারণে দোকানগুলোতে বিক্রির জন্য নানা নকশা ও সূচের কাজ করা নতুন ও সুদৃশ্য বোরকা সরবরাহ করা হচ্ছে।
বোরকার ব্যবহার সম্পর্কে নিখিল ভারত ইমাম পরিষদের সহ-সভাপতি মুফতি শামুন কাসেমি বলেন, ইসলামে নারীদের বিপুল মর্যাদা দিয়েছে। তাদের সুরক্ষার জন্য পর্দার ব্যবহার চালু হয়েছে।
দোকান মালিকরা জানান, বোরকার চাহিদা ব্যাপক। বোরকা ক্রেতাদের অধিকাংশই তরুণী। শহরের আমির নিশা মার্কেটের এক দোকানি বলেন, নিবিড় জারকান সূচিকাজ করা বোরকার কদর অত্যধিক। এখন কর্মজীবী মুসলিম মহিলার সংখ্যা অনেক বেড়েছে। তারা বোরকা ব্যবহার করেন। সূচিকাজ করা সুন্দর বোরকা চান তারা।