চীনে ট্রেন স্টেশনে ছুরিকাঘাতে নিহত ৩৩
চীনের কুনমিং ট্রেন স্টেশনে ছুরিকাঘাতে অন্তঃত ৩৩ জন নিহত হয়েছে। ছুরিকাঘাতধারীদের হামলায় আহত হয়েছে ১৩০ জন। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা জিনহুয়া বিষয়টি নিশ্চিত করেছে। খবরে বলা হয়, শনিবার সন্ধ্যায় চীনের দক্ষিণ-পূর্ব শহর কুনমিং ট্রেন স্টেশনে ছুরি বহনকারীদের হামলায় অন্ত:ত ৩৩ জন নিহত হয়েছে। এসময় হামলায় রক্তাক্ত অবস্থায় নিহত ও আহতদের ট্রেন ও স্টেশনে পড়ে থাকতে দেখা যায়।
এদিকে এ হামলার সুনির্দিষ্ট কোন কারণ ও হামলাকারীদের সনাক্ত করা যায়নি। এসময় পুলিশের গুলিতে কয়েকজন হামলাকারি গুলিবিদ্ধ হয়েছে বলে জানা যায়। এ ঘটনাকে ভয়ংকর সন্ত্রাসী হামলা বলে মন্তব্য করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম।
হামলার প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা ছুরি দ্রুত বেগে তাদের উপর ঝাপিয়ে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে হামলার কিছু কিছু ছবি পোস্ট করা হলেও তা সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। ঘটনার ছবিগুলোতে দেখা যায়, আহত ও নিহতরা রক্তাক্ত অবস্থায় ট্রেনের মেঝেতে পড়ে আছে। আর চারপাশে রক্ত গড়িয়ে যাচ্ছে।