প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে আদালত অবমাননার রুল
কলাম লেখা ও প্রকাশের মাধ্যমে আদালত অবমাননার অভিযোগে দৈনিক প্রথম আলো পত্রিকার সম্পাদক মতিউর রহমান ও সহযোগী সম্পাদক মিজানুর রহমান খানের বিরুদ্ধে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সাথে মিজানুর রহমান খানকে আগামী ৬ মার্চ হাইকোর্টে সশরীরে হাজির হয়ে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে আদেশ দেয়া হয়েছে।
বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমদের সমন্বয়ে গঠিত বেঞ্চ আজ রোববার এ রুল জারি করেন।
গত শুক্রবার ‘মিনিটে একটি আগাম জামিন কীভাবে’ এবং গতকাল শনিবার ‘ছয় থেকে আট সপ্তাহের স্বাধীনতা’ শিরোনামে প্রথম আলো পত্রিকায় কলাম লেখার মাধ্যমে আদালত অবমাননায় কেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে না রুলে তা জানতে চাওয়া হয়েছে।
রোববার স্বপ্রণোদিত হয়ে এ রুল জারি করেন বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহেমেদের বেঞ্চ।
সংশ্লিষ্ট আদালতের ডেপুটি অ্যাটর্নি জেনারেল খন্দকার দিলীরুজ্জামান রুল জারির বিষয়টি সাংবাদিকদের জানান।