মুন্সীগঞ্জের ঐতিহ্যে অভিভূত ড্যান মজিনা
মুন্সীগঞ্জের ইতিহাস-ঐতিহ্যে অভিভূত হয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনা। মুন্সীগঞ্জ শহরে জেলা প্রশাসকের সভাকক্ষে প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে রোববার সকাল ১০টার দিকে এক মতবিনিময় সভা করেন ড্যান মজিনা।
তিনি বড় পর্দায় প্রজেক্টের মাধ্যমে তার সামনে বিক্রমপুরের ইতিহাস-ঐতিহ্যের সচিত্র চিত্র দেখে অভিভূত হন। মার্কিন রাষ্ট্রদূত সদরের দরগা বাড়ি এলাকায় ৪০০ বছরের পুরনো বাবা আদমের মসজিদের ইতিহাস শুনে বিস্মিত হন। তিনি জানান যে মুন্সীগঞ্জে শিল্পপার্ক, ওষুধ শিল্পাঞ্চলসহ বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠবে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সাইফুল হাসান বাদল, এডিএম মো.নজরুল ইসলাম সরকার, জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান, এডিসি জেনারেল ব্যারিষ্টার গোলাম সারওয়ার, সাগরিকা নাসরিন (শিক্ষা ও আইটি) প্রমুখ।
পরে বেলা সাড়ে ১২টার দিকে মার্কিন রাষ্ট্রদূত জেলার টঙ্গীবাড়ি উপজেলার আলুচাষের জমি পরিদর্শনে ছুটে যান। সেখানে তিনি আলুচাষীদের সঙ্গে সরাসরি কথা বলেন।