ইউক্রেনের ঘটনায় মূল্য দিতে হবে রাশিয়াকে
ইউক্রেনের ক্রিমিয়া থেকে সেনা প্রত্যাহার না করলে রাশিয়াকে বিশেষ মূল্য দিতে হবে বলে মন্তব্য করেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ। তিনি বলেছেন, “কোনো সন্দেহ নেই যে, রাশিয়াকে পরিণতি ভোগ করতে হবে। অন্য কোনো রাষ্ট্রের সার্বভৌমত্ব লঙ্ঘন করা হলে বিশ্ব তা মেনে নিতে পারে না। রাশিয়া যদি ইউক্রেনের সার্বভৌমত্বের প্রতি সম্মান না দেখায় তাহলে তাকে মূল্য দিতে হবে।”
রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞার বিষয়টি আলোচনার টেবিলে রয়েছে বলেও তিনি ইঙ্গিত দেন।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হুমকি দিয়ে বলেছেন, ইউক্রেন থেকে সেনা না সরালে মস্কোকে মূল্য দিতে হবে।