বিশ্বে ধনী ব্যক্তিদের আবাসস্থলের শীর্ষে যুক্তরাষ্ট্র
বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের আবাসস্থল হিসেবে শীর্ষ স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। তাদের ধনকুবের ব্যক্তির সংখ্যা হচ্ছে ৪৮১ জন। রবিবার চীনাভিত্তক গবেষণা প্রতিষ্ঠান হুরুন এক জরিপে এ তথ্য প্রকাশ করেন।
জরিপে প্রকাশিত হয়, ৩৫৮ জন বিলিয়নিয়ার নিয়ে চীন রয়েছে দ্বিতীয় স্থানে। আর যুক্তরাজ্য রয়েছে তৃতীয় স্থানে। ৭০ জন বিলিয়নিয়ার নিয়ে ২০১৪ সালে ভারত ওঠে এসেছে পঞ্চম স্থানে।
অন্যদিকে এবারও বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় শীর্ষে রয়েছেন মার্কিন ধনকুবের এবং মাইক্রোসফটের কর্ণধার বিল গেটস। তার মোট সম্পদের পরিমাণ হচ্ছে ৬৮ বিলিয়ন।
বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তি হলেন মার্কিন ব্যবসা প্রতিষ্ঠান বার্কশায়ার হাথাওয়ের চেয়ারম্যান ওয়ারেন বাফেট। তার সম্পদের পরিমাণ হচ্ছে ৬৪ মিলিয়ন।
বিশ্বের তৃতীয় ধনী হচ্ছেন স্পেনিশ ব্যবসায়ী আমানসিও ওর্তেগা। বিখ্যাত পোশাক কোম্পানির কর্ণধার ওর্তেগার মোট সম্পদের পরিমাণ হচ্ছে ৬২ বিলিয়ন। – সূত্র: অনলাইন