রেলওয়ে দুর্নীতি: ইউসুফ মৃধা কারাগারে
রেলে নিয়োগ-দুর্নীতির মামলায় পূর্বাঞ্চলের সাবেক মহাব্যবস্থাপক (বরখাস্ত) ইউসুফ আলী মৃধার জামিন বাতিল করেছেন আদালত। একিসাথে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।
সোমবার দুপুরে চট্টগ্রাম মহানগর দায়েরা জজ আদালতের বিচারক এস এম মজিবুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন।
ইউসুফ আলী মৃধার বিরুদ্ধে রেলে নিয়োগ-দুর্নীতির ১৩টি মামলার রয়েছে। এর মধ্যে পাঁচটি মামলায় তার বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে দুদক। এরপর তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। ওই মামলায় আজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন মৃধা। শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।