রাশিয়া ও ইউক্রেইনের সামরিক তুলনা

Ukrainপশ্চিমাপন্থী বিরোধীদলের আন্দোলনের মুখে ইউক্রেইনের রুশপন্থী সরকারের পতনের পর দেশটিতে রুশ সেনা হস্তক্ষেপ হতে পারে বলে গুঞ্জন শুরু হয়েছে। গুঞ্জন উস্কে দিতে রাশিয়াও পিছিয়ে নেই।
সোমবারও ইউক্রেইনের পূর্ব সীমান্তের অদূরে রাশিয়ার অভ্যন্তরে দেশটির ১ লাখ ৬৯ হাজার সেনা লড়াইয়ের মহড়ায় অংশগ্রহণ করেছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপস্থিতিতে অনুষ্ঠিত মহড়াটিকে ইউক্রেইনে হামলার পূর্ব প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে।
রাশিয়ার সশস্ত্র বাহিনীর তুলনায় সংখ্যায় কম হলেও অন্ততপক্ষে কাগজেকলমে ইউক্রেইনের সক্ষম সেনাবাহিনী আছে বলেই ধরা হয়।
তারপরও রাশিয়ার ৮ লাখ ৪৫ হাজার সেনার তুলনায় তা অনেক কম। ইউক্রেইনের সেনা সংখ্যা ১ লাখ ২৯ হাজার ৯৫০ জন, যা রাশিয়ার মহড়ায় অংশ নেয়া সেনার তুলানায়ও পিছিয়ে আছে।
ইউক্রেইন সেনাবাহিনীর ১ হাজার ১শ’ দশটি ট্যাঙ্ক আছে, যা সংখ্যায় রুশ ট্যাঙ্কের প্র্রায় অর্ধেক। রাশিয়ার ট্যাঙ্কের সংখ্যা আড়াই হাজার।
পূর্ব ইউক্রেইন দিয়ে রুশ বাহিনী যদি দেশটিতে অভিযান শুরু করে তবে রুশ বাহিনীকে প্রতিরোধ করতে ইউক্রেইনের বাহিনীকে বেশ তৎপরতা দেথাতে হবে। কিন্তু বাস্তব পরিস্থিতি হচ্ছে, ইউক্রেইনের সেনাবাহিনী এখন প্রায় এলোমেলো অবস্থায় আছে, আর বাহিনীর রসদও অস্ত্রাগারে তোলা আছে।
রুশপন্থী সরকারকে হটিয়ে ক্ষমতায় আসা পশ্চিমাপন্থী সরকারের প্রতি সেনাবাহিনীর সব ইউনিটের আনুগত্য নিয়ে প্রশ্ন আছে। অনেক ইউনিটই নতুন সরকারের প্রতি অনুগত নয়।
উপরন্তু রুশ বাহিনীর ১ হাজার ৩৮৯টি সর্বাধুনিক যুদ্ধবিমানের বিপরীতে ইউক্রেইনের আছে মাত্র ২২১টি যুদ্ধবিমান, যা আবার পুরনো সোভিয়েত আমলের।
সর্বোপরি ইউক্রেইনের উপকূল কৃষ্ণ সাগরের বহরে দেশটির যুদ্ধজাহাজ আছে ১৭টি, আর একই সাগরের রুশ বহরে আছে ১৭১টি যুদ্ধজাহাজ।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button