রাশিয়ার সঙ্গে সব রকমের সামরিক সম্পর্ক স্থগিত করলো যুক্তরাষ্ট্র
রাশিয়া ইউক্রেন থেকে সেনা প্রত্যাহারের আহ্বান নাকচ করায় মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার সঙ্গে সকল ধরনের বাণিজ্যিক আলোচনা ও সামরিক সম্পর্ক স্থগিত করেছে।
পেন্টাগনের মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল জন কিরবাই বলেন, ‘পেন্টাগন গত কয়েক বছরে রুশ সেনাবাহিনীর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছিল তার অবশ্যই মূল্য দেয়। কিন্তু তারা সেটির মূল্য দেয়নি। তাই তাদের সঙ্গে সকল ধরনের দ্বিপাক্ষিক সামরিক সংস্রব স্থগিত করা হয়েছে। ইউক্রেনে সাম্প্রতিক ঘটনাবলির আলোকে আমরা যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে সব ধরনের সামরিক সম্পর্ক (মিলিটারি-টু-মিলিটারি) স্থগিত করেছি। এরমধ্যে সামরিক পরিকল্পনা, সেনা ঘাঁটি পরিদর্শন, দ্বিপাক্ষিক আলোচনার মতো বিষয়গুলোও অন্তর্ভূক্ত।’
এর আগে ক্রিমিয়া থেকে সেনা প্রত্যাহার করে দ্বীপটি ইউক্রেনের কাছে ফিরিয়ে দিতে রাশিয়াকে আহ্বান জানান পেন্টাগন মুখপাত্র।
এদিকে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো যতই তৎপরতা চালাক না কেনো সোমবার রাশিয়া সরকার স্পস্ট করেছে যে, ইউক্রেন থেকে কোনো ভাবেই সেনা প্রত্যাহারের করা হবে না।
অন্যদিকে ইউক্রেনে রাশিয়া বিরোধী বিক্ষোভ অব্যাহত আছে। সোমবারও রাজধানী কিয়েভে হাজার হাজার মানুষ রাশিয়া বিরোধী বিক্ষোভ করেছে। কিন্তু তারপরও এদিন পূর্বাঞ্চলীয় শহর দোনেস্ক ও ওডিস্যাতে রাশিয়াপন্থিরা বেশ কয়েকটি সরকারি ভবনে হামলা চালায় ও ভাঙচুর করে।