তারেকের বিরুদ্ধে সাক্ষ্য না দেয়ায় রেজ্জাকুলকে আসামি করা হয়েছে

Rejjakul_Haiderতৎকালীন প্রধানমন্ত্রীর বেগম খালেদা জিয়ার কার্যালয় এবং তারেক রহমানের বিরুদ্ধে সাক্ষ্য না দেয়ায় ডিজিএফআই’র তৎকালীন পরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার চৌধুরীকে দশ ট্রাক অস্ত্র মামলায় আসামি করা হয়েছে বলে দাবি করেছেন তার আইনজীবী এডভোকেট কামরুল ইসলাম সাজ্জাদ। বর্তমান প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নির্দেশে এবং আইজি ফণীভূষণ চৌধুরী ও ডিআইজি শফিকউল্লাহ’র তত্তাবধানে এসব কর্মকাণ্ড করা হয়েছে বলেও অভিযোগ করেছেন ওই আইনজীবী। সোমবার এ মামলার অধিকতর তদন্তকারী কর্মকর্তা সিআইডির চট্টগ্রাম জোনের অতিরিক্ত পুলিশ সুপার মো.মনিরুজ্জামান চৌধুরীকে জেরার সময় রেজ্জাকুলের আইনজীবী এসব দাবি করেন। চট্টগ্রামের স্পেশাল ট্্রাইব্যুনাল-১ এর বিচারক এস এম মুজিবুর রহমানের আদালতে এ মামলায় সোমবার মনিরুজ্জামানকে দ্বাদশ দিনের মত জেরা করেছেন আসামীপরে আইনজীবী। দুপুর সোয়া ১২টা থেকে একটানা বিকেল সাড়ে ৩টা পর্যন্ত জেরার পর আদালত এ মামলার কার্যক্রম মঙ্গলবার পর্যন্ত মূলতবি করেছেন। উল্লেখ্য ২০০৪ সালের ১ এপ্রিল রাষ্ট্রায়ত্ত সার কারখানা চিটাগং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) জেটিঘাটের পাশে বন্দরঘাটে দশ ট্রাক অস্ত্রের চালানটি ধরা পড়ে। এ ঘটনায় কর্ণফুলী থানায় অস্ত্র আইনে ও চোরাচালানের অভিযোগে দু’টি মামলা দায়ের হয়।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button