কানে রাখা যাবে কম্পিউটার, চলবে চোখের ইশারায়
ট্যাবলেট কিংবা পামটপকে বিদায় জানাতে আসছে ছোট্ট আকারের কম্পিউটার। ছোট মানে এতটাই ছোট যে কম্পিউটারটি কানেও রাখতে পারবে ব্যবহারকারীরা। আর কম্পিউটারটি চলবে চোখের ইশারায় কিংবা জিহ্বার এক ক্লিকে! সম্প্রতি জাপান এ ধরনের কম্পিউটারের ওপর পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে।
১৭ গ্রাম ওজনের তারবিহীন রিমোট কন্ট্রোলড এই কম্পিউটারটিতে থাকবে ব্লুটুথ, জিপিএস, কম্পাস, ব্যাটারি, ব্যারোমিটার, স্পিকার ও মাইক্রোফোন।
গুগল গ্লাসের মতো এই কম্পিউটারও প্রযুক্তি ক্ষেত্রে পরবর্তী সময়ে নতুন দিগন্তের উন্মোচন করবে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।
হিরোশিমা সিটি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী কাজুহিরো তানিগুচি জানান, এই কম্পিউটারে মাইক্রোচিপ ও ডেটা স্টোরেজ আছে। ব্যবহারকারীরা এখানে সফটওয়্যার লোডও করতে পারবেন।
ভাবছেন এরকম কিম্ভূতকিমাকার কম্পিউটার কানে লাগিয়ে কীভাবে হাঁটবেন? জাপানের ঐতিহ্যবাহী ‘ইকেবানা’ ফুলের আকৃতিতে তৈরি এই কম্পিটারটি কানের দুলের মতোই শোভা পাবে ব্যবহারকারীর কানে।